আইসিসির হল অব ফেমে ধোনিসহ ৭ কিংবদন্তি

ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ সম্মাননা 'আইসিসি হল অব ফেম'-এ এবার যুক্ত হলেন ৭ জন কিংবদন্তী ক্রিকেটার। পুরুষদের মধ্যে রয়েছেন ভারতের কিংবদন্তী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, দক্ষিণ আফ্রিকার সফলতম অধিনায়ক গ্রায়েম স্মিথ, নির্ভরযোগ্য ব্যাটসম্যান হাশিম আমলা, অস্ট্রেলিয়ার বিস্ফোরক ওপেনার ম্যাথু হেইডেন এবং নিউজিল্যান্ডের সেরা অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি। নারী ক্রিকেটারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন পাকিস্তানের সানা মীর এবং ইংল্যান্ডের সারা টেলর।

সোমবার লন্ডনের ঐতিহাসিক অ্যাবে রোড স্টুডিওতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই কিংবদন্তীদের আনুষ্ঠানিকভাবে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। এই সম্মাননা পেয়ে ধোনি বলেন, 'আইসিসি হল অব ফেমে নাম লেখানোটা আমার জন্য এক বিশাল সম্মানের। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি দেয় এই প্ল্যাটফর্ম। সর্বকালের সেরা ক্রিকেটারদের পাশে নিজের নাম দেখতে পাওয়াটা সত্যিই অসাধারণ এক অনুভূতি, যা আমি চিরদিন মনে রাখব।'

ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল এবং ১৮ মাস ধরে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। স্মিথ ২২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ অধিনায়ক হয়েছিলেন এবং বিশ্বরেকর্ড ১০৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। আমলা তার ১৩ ঘন্টার মহা-কাব্যিক ৩১১ রানের ইনিংসের জন্য পরিচিত, যা দক্ষিণ আফ্রিকার প্রথম ট্রিপল সেঞ্চুরি। হেইডেন ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেছিলেন এবং ভেট্টোরি টেস্ট ক্রিকেটে ৪০০০ রান ও ৩০০ উইকেট নেওয়া মাত্র তৃতীয় ক্রিকেটার। নারী ক্রিকেটারদের মধ্যে সানা মীর পাকিস্তানের প্রথম নারী যিনি এই সম্মাননা পেলেন, এবং সারা টেলর নারী উইকেটরক্ষক হিসেবে রেকর্ড ২৩২ ডিসমিসালের অধিকারী।

এই ৭ জন ক্রিকেটার তাদের অসাধারণ পারফরম্যান্স এবং ক্রিকেটে অনবদ্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তাদের অন্তর্ভুক্তির মাধ্যমে 'আইসিসি হল অব ফেম' আরও সমৃদ্ধ হলো।

Comments

The Daily Star  | English

No sharp rise in crime, data shows stability: govt

The interim government today said that available data does not fully support claims of a sharp rise in crimes across Bangladesh this year

2h ago