১০০ নারী আসনের বিষয়ে সবাই একমত, নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক চলছে: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সংসদে সংরক্ষিত নারী আসন ১০০ করা নিয়ে সব রাজনৈতিক দল মোটামুটি একমত। তবে নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে।

আজ মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।

তিনি বলেন, 'এখন আলোচনা চলছে নারী আসনের বিষয়ে। এখনো সেটা সমাপ্ত হয়নি। তবে ১০০ আসন সংরক্ষিত রাখার বিষয়ে সবাই মোটামুটি একমত। এর নির্বাচন পদ্ধতি কী হবে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, পরে জানতে পারবেন।'

সালাহউদ্দিন বলেন, 'বিগত দিনের আলোচনার ধারাবাহিকতায় আজ ৭০ অনুচ্ছেদ নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে। সবাই দুটো বিষয়ে একমত হয়েছে যে, আস্থাভোট ও অর্থবিল ছাড়া ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন দলের বিপক্ষে।'

তিনি আরও বলেন, 'আমাদের আরেকটা অবস্থান আছে এবং আরও কয়েকটি রাজনৈতিক দল এর সঙ্গে সংবিধান সংশোধনী বিলের বিষয়টি যুক্ত করেছেন, আমরাও করেছি...যেটা আগে দিয়েছিলাম জাতীয় নিরাপত্তার বিষয় উইথইন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতির মতো কোনো বিষয় থাকলে সেক্ষেত্রেও সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন না।'

'সিদ্ধান্ত হয়েছে আস্থাভোট ও অর্থবিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন,' যোগ করেন তিনি।

স্থায়ী কমিটির বিষয়ে একটা সিদ্ধান্তে আসা গেছে বলেও উল্লেখ করেন তিনি। 

বিএনপির এই নেতা বলেন, 'চারটি সংসদীয় কমিটি—পাবলিক অ্যাকাউন্টস, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটিসহ এই চারটাসহ অন্যান্য কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলের কাছে যাবে। এটাতেও মোটামুটি সবাই একমত হয়েছে।'

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago