হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ‘গুমের’ অভিযোগ সালাহউদ্দিনের

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সিরাজুল ইসলাম রুবেল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তার 'গুমের' ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ দায়ের করেছেন।

আজ মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে ট্রাইব্যুনালে পৌঁছান তিনি। পরে অভিযোগ জমা দিতে প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কার্যালয়ে প্রবেশ করেন।

অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম।

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

2h ago