চুয়াত্তরে পা রাখলেন শাবানা

ছবি: সংগৃহীত

রুপালি পর্দায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের আপন মানুষ হয়ে ওঠা নায়িকা শাবানার আজ জন্মদিন। চলচ্চিত্র দিয়ে তিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়।

সিনেমার গল্পের মতোই দর্শকের মনে গেঁথে যায় বিখ্যাত পরিচালক এহতেশামের দেওয়া শাবানা নামটি। আফরোজা সুলতানা রত্না থেকে হয়ে যান শাবানা।

আজ রোববার, ১৫ জুন ৭৩ শেষ করে ৭৪ বছরে পা দিলেন তিনি। শাবানার জন্ম হয়েছিল পুরান ঢাকার গেন্ডারিয়ায়।

ষাটের দশকে 'নতুন সুর' সিনেমায় শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে তার পথচলা শুরু হয়েছিল। ষাটের দশকের শেষ দিকে চকোরী সিনেমায় নায়িকা হিসেবে দেখা যায় শাবানাকে।

সব মিলিয়ে তিনি প্রায় ৫০০ সিনেমায় অভিনয় করেছেন।

সামাজিক সিনেমায় দর্শকদের কখনো কাঁদিয়েছেন, কখনো হাসিয়েছেন। অভিনয় দিয়ে যেন হয়ে ওঠেন পরিবারের একজন। রোমান্টিক ও বাণিজ্যিক ঘরানার সিনেমাতেও শাবানা দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

কেবল নায়িকা নয়, মা কিংবা ভাবীর চরিত্রে অভিনয় করেও মুগ্ধ করেছেন দর্শকদের।

কট্টর সমালোচকরাও আলমগীর, জসিম বা ওয়াসিমের সঙ্গে শাবানার জুটির প্রশংসা করেছেন। এছাড়া, রাজ্জাক, সোহেল রানা, উজ্জ্বল, ফারুক, বুলবুল আহমেদের বিপরীতে শাবানার অভিনয় এক অনন্য উচ্চতা ছুঁয়েছিল।

অভিনয় জীবনে ১১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাবানা। জাতীয় চলচ্চিত্রে পেয়েছেন আজীবন সম্মাননা। ঘরে ঘরে যুদ্ধ সিনেমায় তিনি সর্বশেষ অভিনয় করেন। এরপর অভিনয় জগৎ থেকে দূরে চলে যান।

ঢাকাই সিনেমার এই কিংবদন্তি শিল্পী দীর্ঘ দিন অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও জন্মদিনে তাকে স্মরণ করেছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

নায়ক সোহেল রানা বলেন, 'শুটিং সেটে সবাইকে আপন করে নিতেন শাবানা। তার ভেতরে কখনো অহংকার দেখিনি। অসম্ভব সরল মনের মানুষ। তার তুলনা তিনি নিজেই।'

'শিল্পী হিসেবে নতুন করে বলার কিছু নেই, যে কোনো চরিত্রে অভিনয় করার ক্ষমতা ছিল তার,' বলেন সোহেল রানা।

নায়ক উজ্জ্বল বলেন, 'কেবল আমাদের দেশের নয়, উপমহাদেশের একজন জনপ্রিয় নায়িকা শাবানা। আমার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা হচ্ছে সমাধান। এই সিনেমায় তিনি নায়িকা ছিলেন। পরেও তার সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছি। সিনেমা থেকে দূরে থেকেও তিনি এখনো জনপ্রিয়।'

শাবানা অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে—অবুঝ মন, মধু মিলন, দুই পয়সার আলতা, ছুটির ঘণ্টা, ভাত দে, ছন্দ হারিয়ে গেল, লাল কাজল, সমাধান, মাটির ঘর, রজনীগন্ধা, ঝাড়ের পাখি, নালিশ, চাঁপা ডাঙার বউ, সারেন্ডার, রাঙা ভাবী, সত্য মিথ্যা, ব্যথার দান, মরণের পরে, গরিবের বউ।

Comments

The Daily Star  | English

Consensus commission: Fresh caretaker models on the table now

The National Consensus Commission, BNP, and Bangladesh Jamaat-e-Islami have each proposed separate methods for appointing the chief adviser to caretaker government.

7h ago