দিল্লি থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশি দাবাড়ুকে, সঙ্গীহীন হয়ে বিড়ম্বনায় রানী!

Rani Hamid

দিল্লিতে চলমান ২১তম দিল্লি ইন্টারন্যাশনাল ওপেন গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্টে অংশ নিতে গিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান দাবাড়ু রানী হামিদ। তবে তার ভ্রমণ এখন এক বিড়ম্বনা। কারণ ভ্রমণসঙ্গী আরেক দাবাড়ু আসিয়া সুলতাকে ভিসার নিয়ম ভঙ্গ করায় ফেরত পাঠিয়ে দিয়েছে ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ। ৮০ বছর বয়েসী প্রৌঢ় রানী এজন্য মানসিকভাবে বিপর্যস্ত বলে ভারতীয় গণমাধ্যমের খবর।

মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী চলতি মাসের শুরুতে আরেক দাবাড়ু আসিয়াকে নিয়ে ভারতে যান। তবে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সুলতানাকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং পরবর্তীতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে যে, সুলতানা এর আগে মেডিকেল ভিসায় ভারতে এসে কলকাতার একটি দাবা ইভেন্টে অংশ নিয়ে ভিসার শর্ত লঙ্ঘন করেছিলেন, যার কারণে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) কর্তৃক তার নাম কালো তালিকাভুক্ত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, সুলতানাকে সারারাত বিমানবন্দর অভিবাসন কেন্দ্রে তার মালপত্র ছাড়াই আটকে রাখা হয়েছিল এবং পরের দিন তাকে দ্বিগুণ দামে ফিরতি টিকিট কিনতে বাধ্য করা হয়।

এই ঘটনা রানী হামিদের উপর গভীর প্রভাব ফেলেছে, তাকে দৃশ্যত বিচলিত দেখাচ্ছিল। তিনি টাইমস অব ইন্ডিয়া-কে বলেন, 'আমি খুব মর্মাহত। আমার সঙ্গে যে এসেছিল তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাকে সারারাত অভিবাসন কেন্দ্রে বসিয়ে রাখা হয়েছিল। তার মালপত্রের কোনো অ্যাক্সেস ছিল না এবং তাকে বেশি দাম দিয়ে একটা টিকেট কিনতে হয়। আমার মন বিক্ষিপ্ত, এবং আমি খেলায় মনোযোগ দিতে পারছি না।'

মানসিক চাপের কারণে রানী টুর্নামেন্টে এখন পর্যন্ত ভালো খেলতে পারেননি, ছয় রাউন্ড থেকে মাত্র একটি জয় এবং একটি ড্র নিয়ে ধুঁকছেন।

বয়সজনিত কারণে ৮০ বছর বয়েসী রানী বিদেশে খেলতে গেলে একজন সঙ্গী নিয়ে যান। একা ভ্রমণ এড়িয়ে চলা রানী  ভারতীয় ও বাংলাদেশি কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, 'তার পাসপোর্ট এবং কাগজপত্র সব ঠিক ছিল, তবুও তাকে আগের সফরে একটি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করা হয়। সে তখন জানতও না যে এটি (মেডিকেল ভিসায় গিয়ে ম্যাচ খেলা) একটি লঙ্ঘন।'

Comments

The Daily Star  | English

CA terms trade deal with US ‘a decisive diplomatic victory’

"Our negotiators have demonstrated remarkable strategic skill,” said Yunus

1h ago