ঈদের ছুটিতে তারকারা

সংগৃহীত ছবি দিয়ে কোলাজ: তারকাদের ঈদ ভাবনা
সংগৃহীত ছবি দিয়ে কোলাজ: তারকাদের ঈদ ভাবনা

বছর ঘুরে আবার এলো ঈদ। ঈদ নিয়ে কত পরিকল্পনা মানুষের! তারকাদেরও পরিকল্পনার শেষ নেই। ঈদের সময় তারকারাও ছুটি কাটান, একটু নিজের মতো সময় বের করেন। কেননা, সারাবছর শুটিং সহ নানা ব্যস্ততায় কাটে তাদের সময়।

বেশ কয়েকজন তারকা দ্য ডেইলি স্টারের সঙ্গে ঈদের ছুটি নিয়ে কথা বলেছেন। 

রাফিয়াত রশিদ মিথিলা

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

ঈদের ছুটিতে ঢাকায় থাকব। ঈদ মানেই তো খুশি। ঈদ মানেই আনন্দ। কাজেই অন্য সবার মতো আমার পরিবারেও এই আনন্দ কাজ করবে। সত্যি কথা বলতে ঈদের আনন্দ ছোটবেলায় বেশি ছিল। ওই সময় আর ফিরে আসবে না। এখনো ঈদ এলে ফেলে আসা ছেলেবেলার আনন্দের কথা মনে পড়ে। আমার কন্যাকে দেখে সেই আনন্দ ফিরে পাই। এবারের ঈদ পরিবারের সঙ্গে কাটাব। আমি চাই সবার ঈদ আনন্দের হোক, উৎসবমুখর হোক।

ফজলুর রহমান বাবু

ফজলুর রহমান বাবু। ছবি:শেখ মেহেদী মোরশেদ/স্টার

ফরিদপুর শহরে আমার বাড়ি। এবারের ঈদের ছুটি কাটাতে ফরিদপুর এসেছি। সত্যি কথা বলতে, ঈদের ছুটিতে এখানেই ভালো লাগে। অন্যরকম সুখ খুঁজে পাই। অন্যরকম শান্তি পাই। পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয়, গল্প হয়। মনের টানে ছুটে আসি ঈদের ছুটিতে এখানে। অন্য জায়গায় যত ঈদ করি না কেন, বাড়িতে ঈদ করার মতো আনন্দ পাই না। এবারও ছুটি নিয়ে চলে এসেছি এবং বেশ ভালো লাগছে।

রুনা খান

রুনা খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঈদের ছুটিতে ঢাকার বাইরে থাকব। ঢাকা জ্যামের শহর হলেও এখানে ভালোলাগা ও ভালোবাসা কম নয়। সেজন্য, ঢাকাকে মিস করব। আমার মেয়ে লম্বা ছুটি পেয়েছে। যার জন্য ঈদের ছুটি নিয়ে আগেই পরিকল্পনা ছিল-দূরে কোথাও যাব। সেভাবেই বেশ দূরে আছি স্বামী, আমি এবং মেয়ে। আসলে আমরা ঈদের ছুটি কাটাতে আমেরিকায় এসেছি। বছর জুড়ে তো শুটিং থাকে এবং শোবিজ নিয়েই ব্যস্ততায় কাটে। কিন্তু, ঈদের সময় একটু নিজেরা সুন্দর করে অবসর কাটাতে চাই। আশা করছি এই ঈদ সবার জন্য ভালো কিছু বয়ে আনবে।

ঐন্দ্রিলা

ঐন্দ্রিলা। ছবি: ফেসবুক
ঐন্দ্রিলা। ছবি: ফেসবুক

ঈদের ছুটিতে ঢাকায় আছি। ঈদের দিনগুলোতে ঢাকায় থাকতে পছন্দ করি। ভালো লাগে। কেননা, সবার সঙ্গে দেখা হয়, গল্প হয়। তাছাড়া, ঈদের সময় মজার মজার রান্না হয়। ঈদের ছুটিতে দেশের বাইরে যেতে ইচ্ছে করে না। ওটা অন্য সময় পারব। ঈদের ছুটিতে বিদেশে থাকা মানে অনেক আনন্দ মিস করা। তাই তো চেষ্টা করি সব ঈদে ঢাকায় থাকতে।

রাশেদ মামুন অপু

রাশেদ মামুন অপু। ছবি: সংগৃহীত
রাশেদ মামুন অপু। ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে রাজশাহীতে এসেছি। আমার বাড়ি এখানে। এবার অনেকদিন পর রাজশাহী এলাম। খুব ভালো লাগছে। পরিবারের সঙ্গে ঈদ কাটাব। ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেব, মাছ মারব আর ঘুরব। আশা করছি ঈদের ছুটি সুন্দরভাবে কাটবে। সবার জন্য ভালোবাসা এবং ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। এই আনন্দ, এই খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আসুন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই।

সজল

সজল
সজল। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

ঈদের ছুটি পেলেই মনটা খুশিতে ভরে যায়। এখনো ঈদের ছুটিতে ছোটবেলার মতোই আনন্দ অনুভব করি। নস্টালজিক হয়ে পড়ি। আমাদের দাদাবাড়ি পুরানো ঢাকায়। পুরানো ঢাকার আলাদা একটা ঐতিহ্য আছে ঈদ নিয়ে। সেইসব দিনের কথা বেশ মনে পড়ে। এখনো ঈদের দিন পুরানো ঢাকায় ছুটে যাই। এবারও তাই করব। ঈদের দিন সকালে নামাজ পড়ব। তারপর কুরবানির বিষয়টি তো আছেই। আর পরিবারের সঙ্গে সময় কাটাব। এছাড়া, কাছের মানুষরা আসবেন ঈদের ছুটিতে। তাদের সঙ্গে সময় কাটাব।

 

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

27m ago