সিঙ্গাপুরকে হারিয়ে দেশবাসীকে ঈদ উপহার দিতে চান কাবরেরা

ছবি: বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ঈদ উপলক্ষে দেশবাসীকে দিতে চান উপহার। কীভাবে তা দেবেন তিনি— এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের আসন্ন ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ে তুলে নেওয়ার মাধ্যমে।

আগামী ১০ জুন পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ ম্যাচটি। তা সামনে রেখে বাংলাদেশ দল ক্যাম্প করছে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আজ শনিবার পবিত্র ঈদুল আজহার দিনেও অনুশীলন রয়েছে তাদের। বিকাল পাঁচটায় ঘাম ঝরাতে নামবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।

'অবশ্যই, আমরা চাই সিঙ্গাপুরকে হারিয়ে দেশবাসীকে ঈদ উপহার দিতে,' গতকাল শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন স্প্যানিশ কোচ কাবরেরা।

সম্প্রতি ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পায় বাংলাদেশ। সেদিন জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে ঠাসা, স্লোগানে মুখরিত। এই দৃশ্য প্রমাণ করেছে, গোটা জাতি এক অভূতপূর্ব ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে। তার ধারাবাহিকতায় সিঙ্গাপুরের বিপক্ষে আরেকটি জয় নিঃসন্দেহে দেশের ফুটবলপ্রেমীদের জন্য হবে বড় উপহার।

তবে গোল করার ক্ষেত্রে বাংলাদেশ দলের দুর্বলতা কাটেনি। ভুটানের বিপক্ষে অনেক সুযোগ তৈরি করলেও গোল আসে মাত্র দুটি। প্রথমটি ছিল অধিনায়ক জামালের কর্নার থেকে হামজার দুর্দান্ত হেডে। এটি ইংল্যান্ড প্রবাসী তারকা মিডফিল্ডারের লাল-সবুজ জার্সিতে প্রথম গোল। পরের গোলটি আসে বক্সের বাইরে থেকে সোহেল রানার চমৎকার দূরপাল্লার শটে।

ফিনিশিংয়ে ঘাটতি নিয়ে চিন্তিত না থাকার কথা আবারও বলেন কাবরেরা, 'আমরা দুটি গোল করেছি। এতে আমি খুশি। হ্যাঁ, আমাদের ফিনিশিংয়ে আরও ভালো করতে হবে। কিন্তু এটাই তো ফুটবল।'

এবারের বাছাইয়ের গ্রুপ 'সি'তে আছে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং। প্রতিটি দলই একটি করে ম্যাচ খেলে এক পয়েন্ট করে পেয়েছে। নিজেদের আগের ম্যাচে ভারতের সঙ্গে শিলংয়ে বহু সুযোগ হাতছাড়া করে গোলশূন্য ড্র করেছিল কাবরেরার শিষ্যরা।

Comments

The Daily Star  | English

Muslin’s revival weaves past into present

Dhakai Muslin: ancient craft weaves new life, livelihoods in rural Bangladesh

18h ago