ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম

গ্রামীণ টেলিকমের 'সমাধান সার্ভিসেস লিমিটেড' বাংলাদেশে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে কাজ করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পেয়েছে।

বাংলাদেশ ব্যাংক পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০২৪ এর অধীনে গতকাল ২ জুন প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেওয়া হয়।

সমাধান সার্ভিসেস লাইসেন্সের জন্য প্রথম আবেদন করে ২০২১ সালের ১৬ নভেম্বর। কোম্পানিটি অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার শর্ত পূরণ করলেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময় নেয়।

প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক এনওসি মঞ্জুর করে। এতে সমাধান সার্ভিসেসের পিএসপি লাইসেন্স পাওয়ার পথ সুগম হয়।

সমাধান সার্ভিসেসের পরিচালনা পর্ষদে নয়জন সদস্য রয়েছেন, যাদের বেশিরভাগই গ্রামীণ টেলিকম মনোনীত।

কোম্পানির চেয়ারম্যান এম শাহজাহান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং এর ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইলেকট্রনিক পেমেন্ট এবং লেনদেন নিষ্পত্তির সুযোগ দেয় পিএসপি।

বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত পিএসপি'র সংখ্যা আটটি। এর মধ্যে রয়েছে আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ এবং রিকার্সন ফিনটেক।

শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি এবং বাংলালিংক ডিজিটাল ওয়ালেট বাজারে প্রবেশ করতে আগ্রহী, অন্যদিকে দারাজ এবং চালডালের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ইতিমধ্যেই পিএসপি লাইসেন্সের জন্য আবেদন করেছে।

Comments

The Daily Star  | English

July being used as a moneymaking machine: Umama Fatema

Former spokesperson accuses leadership of corruption and control from Hare Road

4h ago