কোন নাটকের শুটিংয়ে কানাডায় তানজিকা আমিন?

তানজিকা আমিন। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটক ও ওটিটিতে ব্যস্ত সাবেক লাক্স তারকা তানজিকা আমিন। 'মহানগর টু' ওয়েব সিরিজে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেন তিনি। বর্তমানে তিনি কানাডায় আছেন। সেখানে নাটকের শুটিং করছেন।

তানজিকা আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, কানাডায় আগেও এসেছি ঘুরতে। এবার এসেছি শুটিং করতে।

তিনি জানান, কানাডায় চারটি এক ঘণ্টার নাটকের শুটিং করবেন। দুটি নাটক পরিচালনা করছেন শহীদুল ইসলাম মিন্টু, অন্য দুটি নাটক পরিচালনা করছেন আল হাজেন।

তানজিকা আমিন বলেন, পরিচালক হিসেবে শহীদুল ইসলাম মিন্টু খুব গোছানো। তার পরিচালনায় এবারই প্রথম কাজ করছি। যত্ন নিয়ে কাজ করেন।

আল হাজেনের পরিচালনা সম্পর্কে তানজিকা আমিন বলেন, আল হাজেন ভাইয়ের পরিচালনায় অনেক নাটক করেছি। তার পরিচালিত 'হাবুর স্কলারশিপ' বর্তমানে প্রচার হচ্ছে। তিনি ভালো একজন পরিচালক।

কানাডায় শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে তানজিকা আমিন বলেন, এখানে প্রচুর শীত পড়েছে। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। তার মধ্যেই শুটিং করছি। দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আমার বিশ্বাস নাটকগুলো দর্শকদের ভালো লাগবে। গল্প ও লোকেশনে ভিন্নতা আছে।

তানজিকা আমিন। ছবি: সংগৃহীত

কানাডায় শুটিং হওয়া নাটকে আরও অভিনয় করছেন মোশাররফ করিম ও জুই করিম। সহশিল্পী মোশাররফ করিম সম্পর্কে তানজিকা আমিন বলেন, তিনি একজন বড় মাপের অভিনেতা। সত্যি কথা বলতে, মোশাররফ করিমের কাছ থেকে সবসময় শেখা যায়।

এদিকে তানজিকা অভিনীত নতুন ওয়েব সিরিজ 'বোহেমিয়ান ঘোড়া' মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই। এখানেও তিনি অভিনয় করেছেন মোশাররফ করিমের বিপরীতে। তানজিকা বলেন, বোহেমিয়ান ঘোড়া সিরিজটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। তার পরিচালনা মানেই বিশেষ কিছু। এই সিরিজেও মোশাররফ করিম দারুণ অভিনয় করেছেন।

'বোহেমিয়ান ঘোড়া' সম্পর্কে তানজিকা আরও বলেন, এই সিরিজে প্রথমবার হিজাব ও বোরকা পরে অভিনয় করেছি। দিনাজপুরে শুটিং হয়েছে। প্রচন্ড শীতের সময় কাজ করেছি। এমন গেটআপে আগে কখনো দেখা যায়নি আমাকে।

ঈদের ছুটির বিষয়ে তানজিকা বলেন, ঈদ দেশেই করব। কিছুদিন পরই ফিরব ঢাকায়। পরিবারের সবার সঙ্গে ঈদ করব। ঈদের ছুটির পর অস্ট্রেলিয়ায় যাব। আমার স্বামী সেখানে আছেন।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

16h ago