মেসি-ম্যারাডোনার দেশে রোনালদো?

সৌদি ক্লাব আল-নাসর থেকে বিদায় নেওয়ার ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক রহস্যময় বার্তায় তিনি লেখেন, 'এই অধ্যায় শেষ। কিন্তু গল্পটা? এখনও লেখা হচ্ছে। সবাইকে কৃতজ্ঞতা।'
এই পোস্টের পরই শুরু হয় জল্পনা—রোনালদো কি অবসর নিতে যাচ্ছেন, নাকি নতুন কোনো চমক অপেক্ষা করছে ফুটবল দুনিয়ার জন্য?
বিশ্বজুড়ে তার প্রতি আগ্রহের কমতি নেই। মেক্সিকো ও ব্রাজিলের ক্লাবগুলো আগ্রহ দেখাচ্ছে, তবে সবচেয়ে চমকপ্রদ প্রস্তাব এসেছে স্পেনের জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'এল চিরিংগিতো' থেকে—রোনালদোকে আর্জেন্টিনার কিংবদন্তি ক্লাব বোকা জুনিয়র্সে যাওয়ার আহ্বান!
সাবেক স্প্যানিশ ফুটবলার ও বিশ্লেষক জর্জ দ'আলেসান্দ্রো এই প্রস্তাব দেন খানিকটা হাস্যরসের ভঙ্গিতে। একই সঙ্গে যথেষ্ট গুরুত্ব দিয়ে বলেন, 'বিষয়টি গায়ে কাঁটা দেয়... বোকার আক্রমণে রোনালদো? বোকার ওকে প্রয়োজন। সে লিওনেল মেসি, দিয়েগো ম্যারাডোনা আর হুগো গাত্তির দেশে যাবে... কল্পনা করুন!'
তার বক্তব্যের সঙ্গে একে একে তার সহকর্মীরাও যুক্ত হতে থাকেন। সাবেক এই গোলরক্ষক আরও বলেন, 'রিকেলমে যেন তাকে আনার চেষ্টা করেন, দয়া করে! আমি তাকে ব্রাজিল নয়, বরং বোকাতেই বেশি মানিয়ে নিতে দেখি। তার ব্যক্তিত্ব, খেলার ধরন—সব মিলিয়ে বোকার ঝাঁঝালো স্টাইলে দারুণ মানাবে, যেমন জেনন বা মেরেনতিয়েল—ভাবলেই উত্তেজনায় পাগল হয়ে যাচ্ছি!'
পরে আর্জেন্টাইন রেডিও চ্যানেল লা রেদ-এও এই সুরে মত দেন দ'আলেসান্দ্রো। রোনালদোকে বোকায় নেওয়ার পক্ষে আরও জোরালোভাবে বলেন, 'বোকা এখন এক গভীর সাংগঠনিক সংকটে। রোনালদোর আগমন হতে পারে একপ্রকার বোধোদয়। ফুটবলীয় মান উন্নয়নের পাশাপাশি, তার জন্য এটা হবে আর্জেন্টিনার পক্ষ থেকে এক ধরনের শ্রদ্ধাঞ্জলি—পরোক্ষভাবে মেসিকে, সরাসরি ম্যারাডোনাকে কেন্দ্র করে।'
এদিকে সৌদি প্রো লিগে শেষ ম্যাচে আল-ফাতেহর বিপক্ষে গোল করলেও ম্যাচ হারে তার দল আল-নাসর। ম্যাচ শেষে তার মনোভাব ছিল স্পষ্ট—দল ও ক্লাবের প্রতি অসন্তুষ্ট। মাঠে এক পর্যায়ে ঘুমানোর ভান করে দর্শকদের ক্ষোভের মুখেও পড়েন তিনি।
তবে আল-নাসরে ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার পেছনে আরেকটি বড় কারণ হলো—দুই বছর ধরে সৌদিতে বসবাস করায় আগামী মৌসুম থেকে তিনি আর কর ছাড়ের সুবিধা পাবেন না। ফলে চুক্তি নবায়নের আলোচনা কার্যত থেমে গেছে। ৩০ জুনের পর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তার।
Comments