আল-নাসরে থাকা নিশ্চিত করে রোনালদো জানালেন আর কতদিন খেলতে চান

Cristiano Ronaldo

কদিন আগেই গুঞ্জন রটেছিলো ক্রিস্তিয়ানো রোনালদো সৌদি প্রো-লিগের ক্লাব আল-নাসর ছাড়ছেন। ইন্সটাগ্রামে তার এক পোস্টও সেদিকে ইঙ্গিত দিচ্ছিলো। পর্তুগিজ এই মহাতারকা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া কোন ক্লাবে যেতে পারেন বলেও খবর বের হয়। সেই সম্ভাবনা আগেই  উড়িয়ে দিয়ে এবার ইউরোপিয়ান নেশন্স কাপ জিতে আল-নাসরে থাকাও নিশ্চিত করলেন রোনালদো। সেই সঙ্গে জানালেন আর কতদিন পেশাদার ফুটবল খেলতে চান।

বিশ্ব ফুটবলে রোববার রাতে আবার নিজের দিকে নজর কেড়ে নিয়েছেন রোনালদো। নেশন্স কাপের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হয়েছে তার দল পর্তুগাল। ফাইনালে দলকে সমতায় ফেরানো গোল করেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে যা তার ১৩৯তম গোল।

আবেগময় রাতে ৪০ পেরুনো তারকা এক প্রশ্নের জবাবে জানান আল-নাসরেই থাকছেন তিনি, 'আসলে কোন কিছুই বদল হয়নি। আল নাসর? হ্যাঁ।'

এতে পরিষ্কার হয়ে যায় তার আল-নাসরে থাকা। পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা পর্তুগালের হয়ে সর্বোচ্চ মঞ্চে খেলছেন ২৩ বছর। তার ক্যারিয়ার শুরুর আগে পর্তুগাল যেখানে কেবল তিনবার বিশ্বকাপ খেলেছে, তিনি আসার পর খেলেছে টানা পাঁচবার। পর্তুগাল এই সময় জিতেছে তিনটি মেজর ট্রফি।

পর্তুগালের হয়ে তো বটেই আন্তর্জাতিক ফুটবলেও তিনি সর্বোচ্চ গোলদাতা। তবে বয়স চল্লিশ পেরিয়েছে। স্বাভাবিকভাবেই রোনালদো আছেন পড়ন্ত বেলায়। ক্যারিয়ারটা আর কতদিন টানবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আপনারা জানেন আমার এখন কত বয়স। আমি শেষের শুরুর কাছাকাছি আছি। কিন্তু আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। আমরা যদি গুরুতর চোটে না পড়ি আমি চালিয়ে যেতে চাই (খেলা)।'

রোনালদোর কথায় পরিষ্কার আগামী ২০২৬ বিশ্বকাপে খেলতে  চলেছেন তিনি। হয়ত বিশ্বকাপ খেলেই বিদায় জানাবেন।

Comments

The Daily Star  | English

Thailand and Cambodia agree to 'unconditional' ceasefire

Thailand and Cambodia will enter into an unconditional ceasefire starting at midnight on Monday

21m ago