ইশরাকের শপথের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ছবি: ফিরোজ রহমান

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তার সমর্থকরা।

২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এছাড়া, ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকার সচিবকে একটি আইনি নোটিশও দেওয়া হয়েছে।

ইশরাক সমর্থকদের বিক্ষোভের ১৩তম দিনে আজ সোমবার বিকেলে নগরভবনের ভেতরের গেটে অবস্থান কর্মসূচির সময় ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন আন্দোলনরত 'ঢাকাবাসী'র প্রধান সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান।

এর আগে, সকাল ১০টা থেকে ইশরাকের সমর্থক ও সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক কর্মী নগরভবনে বিক্ষোভ করেন।

এতে সিটি করপোরেশনের সব ধরনের সরকারি পরিষেবা বন্ধ হয়ে যায়।

ঢাকাবাসীর পক্ষে মশিউর রহমান সাংবাদিকদের বলেন, 'আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম। ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।'

'যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ না করানো হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলন শুরু করব। ঢাকাবাসী তাকে অফিসে বসিয়ে দিয়ে আসবে,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'বিক্ষোভ শান্তিপূর্ণভাবে চলবে। প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে। জরুরি নাগরিকসেবা যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করা হবে।'

এদিকে ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়াতে স্থানীয় সরকার সচিবকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

বিএনপি নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এ নোটিশ দেন।

এতে বলা হয়, সংশ্লিষ্ট আইন অনুযায়ী ইশরাককে মেয়র পদে শপথ পাঠ করাতে স্থানীয় সরকার সচিব কার্যালয় ব্যর্থ হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করেন এবং ১০ দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেন।

নির্বাচন কমিশন ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

ডিএসসিসি এলাকার বাসিন্দা মামুনুর রশীদ ১৪ মে হাইকোর্টে রিট করে ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করেন।

হাইকোর্টে এ রিট করার পর ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন এবং তাকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত প্রায় দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন।

গত বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চ ওই রিট খারিজ করে দেওয়ার পর সরকারকে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিয়ে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।


 

Comments

The Daily Star  | English

Uncertainty created as specific polls date has not been announced: Tarique

Tarique reiterated the demand that the national election be held by December

2h ago