হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। পরবর্তীতে এক বিচারক সাময়িকভাবে এই উদ্যোগ স্থগিত করার আদেশ দেন।  

তবে আদালতের স্থগিতাদেশের পরও এই উদ্যোগকে যুক্তিসঙ্গত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ট্রাম্প তার প্রশাসনের পদক্ষেপকে সমর্থন করে সাফাই গেয়েছেন।

আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেছেন, 'হার্ভার্ড কেন বলছে না তাদের প্রায় ৩১ শতাংশ শিক্ষার্থী বিদেশি? এসব শিক্ষার্থী যেসব দেশ থেকে এসেছে, সেসব দেশের মধ্যে কয়েকটি যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুভাবাপন্ন নয়। তারা এ শিক্ষার্থীদের শিক্ষার জন্য কোনো আর্থিক সহায়তা দেয় না। এমন কী, ভবিষ্যতেও দেওয়ার ইচ্ছা নেই তাদের।'

তিনি বলেন, 'আমরা জানতে চাই কারা এই বিদেশি শিক্ষার্থী? এটি একটি যুক্তিসঙ্গত অনুরোধ। আমরা হার্ভার্ডকে বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছি, কিন্তু হার্ভার্ড সে ভাবে আমাদের কোনো অনুরোধেই সাড়া দিচ্ছে না।'

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির সক্ষমতা বাতিল ঘোষণা করেন। এতে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং বিশ্ববিদ্যালয়টির আয়ের একটি লাভজনক উৎস হুমকির মুখে পড়ে যায়।

গত মাসে নোয়েম হুমকি দেন, যদি বিশ্ববিদ্যালয়টি ভিসাধারীদের 'অবৈধ ও সহিংস কার্যকলাপ' সম্পর্কিত নথিপত্র জমা না দেয়, তাহলে তিনি সেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা জারি করবেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের 'স্বেচ্ছাচারী, খামখেয়ালী, বেআইনি ও অসাংবিধানিক পদক্ষেপ' বন্ধ করার জন্য মামলা দায়ের করে।

পরে ডিসট্রিক্ট বিচারক অ্যালিস বারাস এ পদক্ষেপ বাস্তবায়নের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেন।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সচিব ক্রিস্টি নোয়েম। ফাইল ছবি: এএফপি
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সচিব ক্রিস্টি নোয়েম। ফাইল ছবি: এএফপি

হোয়াইট হাউস হার্ভার্ডসহ বেশ কয়েকটি মার্কিন বিশ্ববিদ্যালয়ের ওপর বিভিন্ন দিক থেকে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ইহুদিবিদ্বেষ মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নেয়নি হার্ভার্ড কর্তৃপক্ষ। এছাড়া নিজেদের ভর্তি ও নিয়োগ সংক্রান্ত চর্চায় পরিবর্তন এনেছে তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয়টি।

ভিসা বাতিল ও গাজায় ইসরায়েলি গণহত্যাবিরোধী বিক্ষোভে জড়িত বিদেশি শিক্ষার্থীদের বহিষ্কার করারও পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন করার অভিযোগও আনা হয়েছে।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago