বাঘাইছড়িতে আগুনে পুড়ে গেছে ৩০ দোকান

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাজারে আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে আগুন লেগে ৩০টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই আগুনের ঘটনায় ঘটে বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

আগুনের খবর পেয়ে স্থানীয় লোকজন, বিজিবি ও পুলিশের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে মুদি দোকান, কাপড়, ওষুধ ও চায়ের দোকানসহ আনুমানিক ৩০টি দোকান পুড়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Comments

The Daily Star  | English

Saudi Arabia announces Eid-ul-Azha for June 6

The crescent moon was sighted in the Kingdom this evening

23m ago