এমিলিয়ানোকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব!

কয়েকদিন ধরেই সংবাদ চাউর হয়েছে চলতি মৌসুম শেষেই অ্যাস্টন ভিলা ছাড়ছেন এমিলিয়ানো মার্তিনেজ। তবে জানা যাচ্ছিল সৌদি আরবই হতে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য। তবে ইউরোপেই স্থায়ী হতে পারেন এই গোলরক্ষক। তাকে দলে নিতে ম্যানচেস্টার ইউনাইটেড প্রস্তাব দিয়েছে বলে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ডিস্পোর্টস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন গোলরক্ষকের সঙ্গে ইউনাইটেড ও বার্সেলোনা—উভয় ক্লাবই যোগাযোগ করেছে এবং নিজেদের দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছে। তবে এই সংবাদটি অনেকটাই অপ্রত্যাশিতভাবে এসেছে, কারণ এর আগে ডিস্পোর্টস জানিয়েছিল যে এমিলিয়ানোর পরবর্তী গন্তব্য হতে পারে সৌদি আরব।

এদিকে, ইয়াহু স্পোর্টসের সংবাদ অনুযায়ী, আপাতত গোলরক্ষক পজিশনকে অগ্রাধিকার দিচ্ছেন না ইউনাইটেড। তবে ৩২ বছর বয়সী এমিলিয়ানোকে আইএনইওএস (ইউনাইটেডের নতুন মালিকানার অংশীদার) লক্ষ্য করবে—এমনটা খুব স্বাভাবিক মনে না হলেও, আন্দ্রে ওনানার খেলার অনিশ্চয়তা এবং অস্থিরতার কারণে সম্ভাবনা উড়িয়েও দেওয়া যাচ্ছে না। কম খরচে নিরাপদ বিকল্প হতে পারেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

ক্যারিয়ারে দুইবার ফিফা বেস্ট ম্যান'স গোলকিপার পুরস্কার জিতেছেন এমিলিয়ানো। ধারণা করা হচ্ছে, মে মাসের শেষেই তিনি ভিলা পার্ক ছেড়ে চলে যাবেন। যদিও তার চুক্তির মেয়াদ ২০২৯ পর্যন্ত, তবে সম্ভবত তাকে বিক্রি করে একজন তরুণ গোলরক্ষককে দলে নিতে চায় অ্যাস্টন ভিলা।

সম্প্রতি টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের পর এমিলিয়ানোকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। স্কাই স্পোর্টস জানিয়েছে, এটি বার্মিংহাম ক্লাবটির হয়ে তার শেষ কয়েকটি ম্যাচের একটি ছিল। ভিলার হয়ে ইতোমধ্যে ২১১টি ম্যাচ খেলেছেন এই আর্জেন্টাইন।

ট্রান্সফারমার্কেট ডট কম অনুযায়ী এমিলিয়ানোর বাজারমূল্য প্রায় ২৫ মিলিয়ন ইউরো। তবে পিএসআর (প্রফিট অ্যান্ড সাসটেইনাবলিটি রুলস) মেনে চলার স্বার্থে অ্যাস্টন ভিলা সম্ভবত আরও বেশি দাম চাইবে। এদিকে, এমিলিয়ানোর বিকল্প হিসেবে ভিলা যাকে টার্গেট করছে, সেই হুয়ান গার্সিয়াও (এস্পানিওল গোলরক্ষক) ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে জোরালোভাবে যুক্ত রয়েছেন।

এমিলিয়ানো অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আগ্রহী, যে কারণে সৌদি আরবের ক্লাবগুলোকে তার পছন্দের তালিকায় নেই। তবে ইউনাইটেড যদি ইউরোপা লিগ ফাইনাল জিততে পারে, সেক্ষেত্রে তারা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে—এতে করে এমিলিয়ানোর জন্য ইউনাইটেড হতে পারে আকর্ষণীয় গন্তব্য।

তবে যদি ইউনাইটেড সত্যিই এমিলিয়ানোকে দলে ভেড়ায়, তাহলে আন্দ্রে ওনানাকে বিক্রি করা হবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। নাকি দুইজনের মধ্যে মূল গোলরক্ষকের স্থান নিয়ে প্রতিযোগিতা চলবে। মজার ব্যাপার হলো, ইউনাইটেড এবং এমিলিয়ানর বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলা এই মৌসুমের শেষ প্রিমিয়ার লিগ ম্যাচে আগামী রবিবার মুখোমুখি হবে।

Comments

The Daily Star  | English

BGMEA wants 3-month window from India to clear pending shipments

The association urges the interim government to send a letter to India seeking the opportunity

2h ago