‘দ্রুততম সময়ে’ গোল হজমের পর হালান্ডের নৈপুণ্যে জিতল সিটি

ছবি: এএফপি

খেলা শুরুর মাত্র ২২ সেকেন্ডের মধ্যে গোল হজম করে বসল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে বর্তমান চ্যাম্পিয়নদের জালে এর চেয়ে কম সময়ে আগে কখনও বল ঢোকেনি। সেই ধাক্কা সামলে জয় তুলে নিল পেপ গার্দিওলার শিষ্যরা। আরও একবার তাদের জয়ের নায়ক হলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড।

শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে সিটি। ইয়োয়ান উইসা সফরকারীদের এগিয়ে নেওয়ার পর স্বাগতিকদের পক্ষে জোড়া গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন গোলমেশিন হালান্ড। তিনটি গোলই আসে বিরতির আগে।

চার ম্যাচ খেলে গোলমেশিন হালান্ডের গোলসংখ্যা বেড়ে হলো নয়টি। প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনো মৌসুমের প্রথম চার ম্যাচে কোনো ফুটবলারের সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। ২৪ বছর বয়সী হালান্ড ভেঙে দিলেন ১৩ বছরের পুরনো কীর্তি। ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথম চার ম্যাচে আট গোল করেছিলেন ওয়েইন রুনি।

২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে সিটিতে যোগ দেওয়ার পর থেকেই অসাধারণ ছন্দে আছেন। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৩ ম্যাচে তার গোল হলো ৯৯টি। এর মধ্যে প্রিমিয়ার লিগে ৭০ ম্যাচে করেছেন ৭২ গোল। লিগের আগের দুই ম্যাচে ইপসউইচ টাউন ও ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।

চলতি আসরে প্রথম চার ম্যাচের সবগুলোই জিতল ম্যান সিটি। পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে তারা। দিনের আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে নিজেদের মাঠে ১-০ গোলে হেরে গেছে লিভারপুল। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

7h ago