৫ কোটি পাউন্ডে ৫ বছরের চুক্তিতে রিয়ালে হাউসেন

ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার

চলতি মৌসুমে বোর্নমাউথের হয়ে আলো ছড়িয়ে অনেক বড় বড় ক্লাবের নজরে ছিলেন ডিন হাউসেন। শেষমেশ এই স্প্যানিশ সেন্টার-ব্যাকের ঠিকানা হলো স্বদেশি ক্লাব রিয়াল মাদ্রিদ। পুরো রিলিজ ফি পরিশোধ করে পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে টানল লস ব্লাঙ্কোরা।

শনিবার হাউসেনের সঙ্গে চুক্তির বিষয়টি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে রিয়াল। তাকে পেতে দলটিকে খরচ করতে হয়েছে ৫ কোটি পাউন্ড। ২০ বছর বয়সী এই ফুটবলার আগামী ১ জুন যোগ দেবেন রিয়ালের ডেরায়। তার চুক্তির মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।

গত বছরের জুলাইতে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস থেকে বোর্নমাউথে নাম লেখান হাউসেন। তখন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ট্রান্সফার ফি দিতে হয় ১ কোটি ২৮ লাখ পাউন্ড। দুই পক্ষের মধ্যে চুক্তি ছিল ছয় বছরের জন্য। তবে এক বছর না যেতেই রিয়ালে পাড়ি জমালেন তিনি।

বোর্নমাউথও নিশ্চিত করেছে যে, রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করেছে রিয়াল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই চুক্তি থেকে লাভবান হতে পারে হাউসেনের সাবেক জুভেন্তাস। কিছু অর্থ তাদের পকেটেও ঢুকতে যাচ্ছে।

আগামী জুন-জুলাইয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের হয়ে খেলতে পারবেন হাউসেন। নতুন আঙ্গিকে বড় পরিসরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ৩২ দলের টুর্নামেন্টের গ্রুপ পর্বে তাদের প্রথম প্রতিপক্ষ সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। মায়ামিতে ম্যাচটি হবে আগামী ১৯ জুন।

এবারের মৌসুমে চোটের কারণে ভীষণ ভুগেছে রিয়াল। কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে যাচ্ছে তারা। তাদের তিন অভিজ্ঞ সেন্টার-ব্যাক এখন মাঠের বাইরে। তারা হলেন জার্মানির অ্যান্টোনিও রুডিগার, অস্ট্রিয়ার ডেভিড আলাবা ও ব্রাজিলের এদার মিলিতাও। তাই ক্লাব বিশ্বকাপের আগে হাউসেনকে দলভুক্ত করেছে দলটি।

জন্মভূমি নেদারল্যান্ডসের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে খেলা হাউসেন শীর্ষ পর্যায়ে বেছে নিয়েছেন ২০১০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া স্পেনকে। গত মার্চে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়েছে তার। লা রোহাদের হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন তিনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৩৪ ম্যাচ খেলেছেন হাউসেন। রক্ষণ সামলানো মূল কাজ হলেও তিনটি গোল করেছেন তিনি। উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতার লড়াইয়ে মনোনয়নও পেয়েছেন।

চলতি মাসের শেষদিকে রিয়াল ছেড়ে যাচ্ছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। আগামী ২৬ মে তিনি নেবেন রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের দায়িত্ব। রিয়াল ও স্পেনের সাবেক তারকা মিডফিল্ডার জাবি আলোনসো সান্তিয়াগো বার্নাব্যুর দলটির নতুন কোচ হবেন বলে আশা করা হচ্ছে।

নতুন ঠিকানার রক্ষণভাগে হাউসেনের সঙ্গী হতে যাচ্ছেন ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড। এই ইংলিশ রাইট-ব্যাক এবারের মৌসুমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন। এখনও চুক্তি স্বাক্ষর না হলেও অ্যালেকজান্ডার-আর্নল্ডের রিয়ালে যাওয়া সময়ের ব্যাপার বলেই ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

19m ago