ডুমুরিয়ায় ট্যাংকলরি চাপায় থ্রি হুইলারের ৩ জন নিহত, আহত ৭

খুলনার ডুমুরিয়া উপজেলায় তেলবাহী ট্যাংক লরির চাপায় থ্রি হুইলার মাহিন্দ্রার তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে সাত জন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত এবং আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শিমুল মণ্ডল দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়দের মতে, ডুমুরিয়া থেকে যাত্রী বহনকারী একটি মাহিন্দ্রা ফায়ার সার্ভিস স্টেশনের কাছে চুকনগরের দিকে যাচ্ছিল এসময়ের তেলবাহী ট্যাংকলরির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মাহিন্দ্রা চালক এবং দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় চারজন গুরুতর আহত হন।
খর্নিয়া হাইওয়ে স্টেশনের পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার পর রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছুসময় পর যান চলাচল স্বাভাবিক হয়।
Comments