আইপিএলে শেষ ধাপে দল পেলেন আগারওয়াল, সেদিকুল্লাহ

mayank agarwal & Sediqullah Atal

আইপিএল শুরুর আগেই ব্যক্তিগত কারণে দিল্লি ক্যাপিটালস থেকে নাম সরিয়ে নিয়েছিলেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। নিলামে নাম দিয়েও পরে সরে যাওয়ায় আগামী দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধও হন তিনি। তবে এতদিন তার বদলি নেয়নি দিল্লি, টুর্নামেন্টের শেষ ধাপে এসে আফগান ব্যাটার সেদিকুল্লাহ অতলকে দলে নিল তারা।এদিক বাধ্য হয়ে স্কোয়াডে বদল আনতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তাদের  বাঁহাতি ব্যাটার দেবদূত পাড়িকাল পড়েছেন চোটে। এই জায়গায় বাকি ম্যাচগুলোর জন্য মায়াঙ্ক আগারওয়ালকে নিয়েছে দলটি।

এবার আইপিএলে ভালোই খেলছিলেন পাড়িকাল। তিনে নেমে ১৫০.৬১ স্ট্রাইকরেটে ২৪৭ রান করেছিলেন তিনি। তার জায়গায় দলে আসা আগারওয়াল পাচ্ছেন এক কোটি রুপি।

গত নভেম্বরে মেগা নিলামে ৬ কোটি ২৫ লাখ রুপিতে ব্রুককে দলে নিয়েছিলো দিল্লি। টুর্নামেন্টের মাত্র কদিন আগে তিনি জানান এবার তিনি খেলতে পারবেন না। চোট না থাকার পরও নিলামে নাম দিয়ে সরে যাওয়ায় নিয়ম অনুযায়ী তাকে আগামী দুই আইপিএলে নিষিদ্ধ করা হয়। ব্রুকের বদলি না নিয়ে বাকিদের দিয়েই কাজ চালিয়ে নিচ্ছিলো দিল্লি। তবে প্লে অফে উঠার লড়াইয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়ে তারা বাড়ালো শক্তি।

ভিত্তিমূল্য এক কোটি ২৫ লাখ রুপিতে দলে আসা সেদিকুল্লাহ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে ৪৯ ম্যাচ খেলে করেছেন ১ হাজার ৫০৭ রান। ৩৪.২৫ গড় আর ১৩১.২৭ স্ট্রাইকরেটে রান করা ব্যাটারের ১৩টা ফিফটি আছে।

১১ ম্যাচে ১৩ পয়েন্ট থাকা দিল্লির প্রাথমিক পর্বে আর আছে তিন ম্যাচ। প্লে অফে যেতে সবগুলো ম্যাচই ভীষণ গুরুত্বপূর্ণ।

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

4h ago