এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি

ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবিধ ইউএনবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, 'একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।'

আজ সোমবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ অঞ্চলের সব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

নাসির উদ্দিন বলেন, 'নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। কমিশনের সব সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হয়, এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না।'

তিনি জানান, 'রমজানের প্রথম দিনে সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের শপথ পড়ানো হয়েছে—তারা নিরপেক্ষ থেকে কোনো প্রকার প্রভাবিত না হয়ে আইন মেনে নির্বাচন পরিচালনা করবেন। অতীতের ভুলের পুনরাবৃত্তি না করাই কমিশনের লক্ষ্য।'

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা—এ বিষয়ে সিইসি বলেন, 'যা রাজনৈতিক বিতর্কের বিষয়, সে বিষয়ে আমরা কথা বলতে চাই না। আমরা রাজনীতি পরিহার করে সচেতনভাবে এগিয়ে চলছি। এজন্য অনেকের মন খারাপ হলেও আমরা আমাদের দায়িত্ব ও সীমাবদ্ধতার জায়গা বুঝে কাজ করছি।'

তিনি বলেন, 'সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে যেগুলোর রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, তা আমরা সতর্কভাবে পরিহার করছি। কোনো রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিকভাবে হলে তবেই কমিশন অবস্থান নেবে।'

দিনের ভোট রাতে হওয়ার আশঙ্কা নাকচ করে দিয়ে সিইসি বলেন, 'আমি চাই না, কোনো অপবাদ নিয়ে বিদায় নিতে। তাই যতদিন দায়িত্বে আছি, ততদিন সঠিক নিয়তে আইন মেনে ও বিবেকের সায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাব।'

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

1h ago