ট্রাম্প-শুল্ক মোকাবিলায় ঐকমত্যে পৌঁছাতে ব্রিকস সম্মেলন

২০২৪ সালে ব্রিকস জোটের বৈঠকে চীনের শি জিন পিং, রাশিয়ার পুতিন ও দক্ষিণ আফ্রিকার রামাফোসা। ফাইল ছবি: রয়টার্স
২০২৪ সালে ব্রিকস জোটের বৈঠকে চীনের শি জিন পিং, রাশিয়ার পুতিন ও দক্ষিণ আফ্রিকার রামাফোসা। ফাইল ছবি: রয়টার্স

ব্রিকস জোটের সদস্য দেশগুলোর কূটনীতিবিদরা আজ ব্রাজিলে আলোচনায় বসবেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক-বাণিজ্য নীতিমালার মোকাবিলায় একটি সমন্বিত পদক্ষেপের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি। 

এমন সময় এই বৈঠকের আয়োজন করা হয়েছে যখন বৈশ্বিক অর্থনীতি এক ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে যাচ্ছে।

গত সপ্তাহেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ট্রাম্প শুল্কের প্রভাবকে আমলে নিয়ে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাষ কমিয়েছে।

এই বাণিজ্যিক জোটের সদস্যদের মধ্যে আছে বর্তমান সভাপতি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। দেশগুলোর কূটনীতিবিদরা ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে দুই দিনের সম্মেলনে যোগ দেবেন।

এরপর জুলাইতে সদস্য দেশগুলোর নেতারা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। 

ব্রাজিলের ব্রিকস প্রতিনিধি মরিসিও লিরিও শনিবার সাংবাদিকদের বলেন, '(এই বৈঠকে) একটি বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থার গুরুত্ব ও জোট সদস্যদের মধ্যে ঐক্যবদ্ধতার বিষয়ে ঘোষণাপত্র প্রকাশের বিষয়টি নিয়ে মন্ত্রীরা আলোচনা করবেন।'

২০০৯ সালে আত্মপ্রকাশের পর এই জোটের উল্লেখযোগ্য সম্প্রসারণ হয়েছে। এখন এতে ইরান, মিশর ও সংযুক্ত আরব আমিরাতও যোগ দিয়েছে। সমন্বিতভাবে এই জোটের দেশগুলো বিশ্বের অর্ধেক জনসংখ্যা ও বৈশ্বিক মুল দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৯ শতাংশের প্রতিনিধিত্ব করছে।

জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকটি দেশের পণ্য আমদানিতে বড় আকারে শুল্ক আরোপ করেছে।

 পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও ব্রিকস সম্মেলন আয়োজন করবে দ. আফ্রিকা
ছবি: সংগৃহীত

চীনের অসংখ্য পণ্যে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্কও আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই উদ্যোগের জবাবে চীনও মার্কিন পণ্য আমদানিতে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে।

কোনভাবে মার্কিন ডলারের অবমূল্যায়ন ঘটানোর চেষ্টা চালালে ব্রিকস জোটের দেশগুলোর পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা এই বৈঠকের সভাপতিত্ব করবেন। এতে অন্যান্যদের মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও অংশ নেবেন।

আজ স্থানীয় সময় সকাল ১১ টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) এই বৈঠক শুরু হবে। বৈঠকের পর একটি বিবৃতি প্রকাশের কথা রয়েছে।

নভেম্বরে জাতিসংঘের কপ৩০ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া, ইউক্রেন-রাশিয়া যুদ্ধও গুরুত্ব পেতে পারে আলোচনায়। সাম্প্রতিক সময়ে ট্রাম্প রাশিয়াকে দ্রুত ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করার তাগিদ দিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার সম্মেলনের দ্বিতীয় দিনে অন্য নয়টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধিরা যোগ দেবেন। এসব দেশের মধ্যে আছে সাবেক সোভিয়েত ইউনিয়ন জোটের কয়েকটি দেশ, কিউবা, মালয়েশিয়া, থাইল্যান্ড, উগান্ডা ও নাইজেরিয়া।

Comments

The Daily Star  | English

Dhaka-bound Biman flight forced to divert as pilot ignores alert

A Dhaka-bound flight of Biman from Madinah, Saudi Arabia was forced to divert to Sylhet because the pilot-in-command and first officer ignored a NOTAM (notice to airmen) alert at the Hazrat Shahjalal International Airport, indicating that the airport would be unavailable for a certain period.

8h ago