তামিম-তাওহিদদের সঙ্গে আলোচনায় বিসিবি সভাপতি

ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের ঘটনা ঘিরে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে ক্রিকেট মহলে। এ নিয়ে ঘটছেও নানা কাণ্ড। নিষিদ্ধ হয়েছেন। বিশেষ ক্ষমতাবলে মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরেছেন। ফের নিষেধাজ্ঞায়। এ নিয়ে শুক্রবারও সরগরম ক্রিকেটাঙ্গন।

আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে বিরতির দিনে সকালে হাজির হন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার আগেই মিরপুরে প্রবেশ করতে দেখা যায় মোহামেডানের অধিনায়ক তাওহিদকেও। মোহামেডান দলের অন্যান্য ক্রিকেটাররাও জড়ো হতে থাকেন।

আর তাওহিদকে নিষিদ্ধ করার ঘটনায় এবং বিসিবির নীতির প্রতিবাদে ক্রিকেটারদের আন্দোলনের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদও আজ সকালে মিরপুর স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Exports rise 25% in July

RMG shipments grew 25 percent year-on-year to $3.96 billion

57m ago