ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরের এক নম্বর সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নিট হরাইজন কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, 'শ্রমিকরা অবরোধ করে বিক্ষোভ করায় মহাসড়কে যান চলাচল ৩০ মিনিটের মতো বন্ধ ছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। এরপর সড়ক থেকে শ্রমিকরা সরে গেলে যান চলাচল শুরু হয়।'
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত সোমবার ওই কারখানার ৪০ জন শ্রমিককে কোনো কারণ ছাড়াই ছাঁটাই করা হয়। অন্যান্য শ্রমিকরা এর প্রতিবাদ করেন। মঙ্গলবার এ বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের কাজে ফেরত নেওয়ার দাবি করেন। আজ কাজে গিয়ে দেখেন কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দিয়েছে। এ ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ করছেন। পরে সকাল সোয়া ১১টায় সেনাবাহিনীর সদস্যরা এসে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।

একাধিক শ্রমিক জানান, গতকাল কারখানা কর্তৃপক্ষ বিনা নোটিশে কিছু শ্রমিককে ছাঁটাই করে কর্মস্থল থেকে বের করে দেয়। বিষয়টি জানার পরপরই সব শ্রমিক ফুঁসে ওঠে কর্মবিরতি পালন করে। সেই ইস্যুতে কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দিয়েছে।
তবে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, 'বাংলাদেশ শ্রম আইন ধারা ১৩ (১) অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে।'
পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই সিদ্ধান্ত।'
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'
Comments