অসুস্থতার গুজব—যা বললেন ববিতা

সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা অসুস্থ—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়েছে।
ববিতার নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে এমন খবর ছড়ানো হয়।
এর সত্যতা জানতে আজ সোমবার রাতে দ্য ডেইলি স্টার যোগাযোগ করে ববিতার সঙ্গে। জানা গেল, তিনি সুস্থ আছেন।
দ্য ডেইলি স্টারকে ববিতা বলেন, 'আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি।'
আফসোসের সুরে বললেন, 'কে বা কারা যেন ছড়াচ্ছে আমি অসুস্থ। এটি সত্য নয়। সবার দোয়া ও ভালোবাসায় আমি ঠিক আছি।'
ববিতা নামের একটি ফেসবুক আইডি থেকে অসুস্থতার খবর ছড়ানো হয়েছে—এর জবাবে ববিতা বলেন, 'আমি কোনো ফেসবুক ব্যবহার করি না। ওটা ফেক আইডি। কারা এ কাজ করেছে জানি না। আমার কোনো ফেসবুক আইডি নেই।'
তিনি আরও বলেন, 'এমন খবর ছড়ানোর পর একটার পর একটা ফোন আসছে। এমন খবর কথা না বলে ছড়ানো উচিত না।'
বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি ববিতা অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত' সিনেমায় অভিনয় করে পেয়েছেন আন্তর্জাতিক নায়িকার খ্যাতি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও পেয়েছেন আজীবন সম্মাননা।
Comments