অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘১৯৭১ সেই সব দিন’

‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার পোস্টার।

ড.  ইনামুল হকের গল্প নিয়ে তার মেয়ে হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা '১৯৭১ সেইসব দিন' মুক্তি পেয়েছে ১৮ আগস্ট। আজ ৪ সপ্তাহ ধরে এটি প্রদর্শিত হচ্ছে দেশের সিনেমা হলগুলোতে। এরই মধ্যে এলো একটি সুখবর। এবার দেশের বাইরেও মুক্তি পাচ্ছে এই চলচ্চিত্র।

এক ঝাঁক তারকা শিল্পী এই সিনেমায় অভিনয় করেছেন। মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্র।

সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে ১০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার দর্শকরা দেখতে পারবেন এই সিনেমা।

'১৯৭১ সেই সব দিন' সিনেমার নির্বাহী প্রযোজক ও প্রধান সহকারী পরিচালক কামরুজ্জমান রনি বিষয়টি নিশ্চিত করেছেন দ্য ডেইলি স্টারকে। তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য সুখবর হচ্ছে ১০ সেপ্টেম্বর থেকে মুক্তিযুদ্ধের সিনেমা ১৯৭১ সেই সব দিন মুক্তি পাচ্ছে সেখানে। আমরা খুব আনন্দিত।

পরিচালক হৃদি হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন পর্যন্ত যারা সিনেমাটি দেখেছেন, তারা সবাই ব্যাপক প্রশংসা করেছেন। অনেক দর্শক কেঁদেছেন। মানুষের প্রবল ভালোবাসায় আমি শুধু না, এই সিনেমার সবাই আপ্লুত। সেখানে নতুন করে যুক্ত হচ্ছে বিদেশে মুক্তি পাওয়ার বিষয়টি। সত্যি এটি আনন্দের বিষয়।'

অভিনেত্রী তারিন বলেন, 'নি:সন্দেহে ১৯৭১ সেই সব দিন সিনেমার জন্য এটি একটি সুখবর। খুব ভালো লাগছে খবরটা জেনে। মুক্তিযুদ্ধের সিনেমার প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা--দুটোই আমার ভালো লেগেছে।'

নায়ক ফেরদৌস বলেন, 'ভীষণ ভালোবাসার একটি সিনেমা ১৯৭১ সেই সব দিন। সবার ভালোবাসায় সিক্ত হচ্ছি। তার মধ্যে দেশের বাইরে মুক্তির খবরটি আরও মুগ্ধতা দিয়েছে।'

পরিচালক হৃদি হক তার ফেসবুক পেজে অস্ট্রেলিয়ার শোগুলোর সময়সূচী ও টিকিট পাওয়ার উপায় সম্পর্কে পোস্ট করেন। 

Comments

The Daily Star  | English
Bangladesh Govt Logo

All 64 DCs protest deputy secy promotion proposal

The Bangladesh Administrative Service Association (Basa) has also issued a statement protesting the proposal

16m ago