বাজে শট সিলেকশনকেই দায় দিচ্ছেন সালাহউদ্দিন

শুরুটা করেন সাদমান ইসলাম। নিয়াউচির বলে অহেতুক খোঁচা মেরে গ্যালিতে ক্যাচ দিয়ে ফিরেন এই ওপেনার। এরপর তার দেখানো পথে হেঁটেছেন মাহমুদুল হাসান জয়, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজের মতো ব্যাটাররা। যেন প্রতিযোগিতায় নেমেছিলেন কে কতোটা বাজে ভাবে আউট হতে পারেন!

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ের বিপক্ষে কি-না প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেলো বাংলাদেশ। ঘরের মাঠে দলের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই কাঠগড়ায় টাইগাররা। ব্যাটারদের বাজে শট সিলেকশনকেই দায় দিলেন সহকারী কোচ মোহাম্মাদ সালাহউদ্দিন।

অথচ আগের দিন বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত শুনিয়েছিলেন পরিবর্তনের কথা। সেই প্রসঙ্গে সালাহউদ্দিন বললেন, 'ক্যাপ্টেন কি বলছেন আমি সেটা জানি না। তবে মানসিক দিক থেকে ছেলেরা অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করছে। নিজেদের উন্নতির ব্যাপারে তারা অনেক বেশি সচেতন। হয়তো আমরা খুবই খারাপ খেলেছি। কিন্তু এটা বলা যাবে না যে আমরা চেষ্টা করছি না। বা তাদের বড় হওয়ার ইচ্ছা নেই, এটা বলা যাবে না।'

'নতুন কিছু আমরাও চাচ্ছি। আমাদের অ্যাবিলিটি যেন আরও ভালো হয়। সেদিকে আমরা চেষ্টা করছি। যে জায়গাগুলোতে আমাদের উন্নতি করার দরকার চেষ্টা করছি সেই জায়গায় যেন উন্নতি করার। আজকে ব্যাটিং মোটেও ভালো হয়নি। বোলিংও ভালো হয়নি। চেষ্টা করবো এই জায়গা থেকে আমরা কিভাবে ম্যাচে তাড়াতাড়ি ফিরতে পারি,' যোগ করেন এই কোচ।

চেষ্টার পরও ত্রুটি কোথায় জানতে চাইলে বলেন, 'আমিও মনে করি টেকনিক্যালি আমরা কিছু মিসটেক করেছি। ম্যাচের মধ্যে হঠাৎ করে বাজে শট খেলে ফেলেছি। যখনই কামব‌্যাক করছি তখনই একটা সেট ব্যাটসম্যান আউট হয়ে গেছে। এটা পুরোটাই আসলে মেন্টাল সেট। আমি মনে করি ওদের হয়তো রুটিন বা প্রসেস ভালো হয়নি। প্রতিটি বল কিভাবে ফেস করতে হবে সেই প্রক্রিয়ায় ওরা থাকেনি।'

তবে নিজেদের ভুলগুলো শুধরে দ্বিতীয় ইনিংসে ক্রিকেটারদের ভালো করার তাগিদ দিলেন সালাহউদ্দিন, 'এখানে আমাদের দ্রুত কাজ করতে হবে। প্রতিটি বল ফেস করার আগে কিভাবে আমাদের রুটিন ওয়ার্ক করার কথা সেটা আমাদের করতে হবে। অন্য ফরম্যাটে আপনি একবারই সুযোগ পাবেন। টেস্ট ক্রিকেটে আপনাকে দ্বিতীয় সুযোগ দেয়। সেখানে ভালো করাটা অনেক বেশি জরুরী।'

শিষ্যদের ভুলের কিছু উদাহরণও দিলেন এই কোচ, 'শান্ত ও মুমিনুল সেট হয়ে গিয়েছিল। কিন্তু ভুল শট খেলে আউট হয়েছে। ভালো বোলারের বিরুদ্ধে তারা কঠিন সময় কাটিয়ে উঠেছিল। শান্তর শটটা মারার বল ছিল না। সেটা সে নিজেও স্বীকার করেছে। মিরাজকে এই লেভেলে আরও ভালো করতে হলে শর্ট বলে উন্নতি করতে হবে। নয়তো ওকে প্রতিপক্ষরা ওই জায়গাতেই বারবার অ্যাটাক করবে।'

ম্যাচ অ‌্যাওয়ারনেসের ঘাটতিও দেখছেন তিনি, 'ম্যাচ অ‌্যাওয়ারনেসের ঘাটতির উত্তর আসলে সবাই জানে। এটা থেকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি সেটা আমাদের বের করতে হবে। তারা যেন তাড়াতাড়ি ম্যাচ অ‌্যাওয়ারনেস ঠিক করতে পারে। হবে না আমি বলবো না। তাড়াতাড়ি যেন করতে হবে। ভুল আপনি করতে পারেন। কিন্তু ভুলগুলো যেন রিপিট না হয়। সেটা তাহলে আরও ভুল হবে।'

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

1h ago