বিএসজেএর সভাপতি বাবু, সাধারণ সম্পাদক সুমন

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ২০তম দ্বি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় সংস্থাটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এটিএম সাইদুজ্জামান।

সভা শেষে ২০২৫-২৬ সালের নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিএসজেএ'র সিনিয়র সদস্য শফিকুল করিম সাবু। কার্যনির্বাহী পরিষদের ১৩ পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি আরিফুর রহমান বাবু (জাগোনিউজ২৪ ডট কম); সহ-সভাপতি রায়হান আল মুঘনি (বাংলাদেশ টেলিভিশন), বর্ষণ কবির (এনটিভি) এবং আরিফুল ইসলাম রনি (বিডি নিউজ ২৪ ডট কম); সাধারণ সম্পাদক এস এম সুমন (বৈশাখী টেলিভিশন), যুগ্ম সম্পাদক আরাফাত জোবায়ের (ঢাকা পোস্ট), অর্থ সম্পাদক মিনহাজ উদ্দিন খান (ঢাকা ট্রিবিউন)।

এছাড়া নির্বাহী সদস্যের ছয় পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাজহার উদ্দিন অমি (ফ্রিল্যান্সার), জ্যোতির্ময় মণ্ডল (দৈনিক যুগান্তর), রবিউল ইসলাম (বাংলা ট্রিবিউন), ইয়াসিন হাসান রাব্বী (রাইজিং বিডি), আতিফ আজম (দ্য ডেইল সান) ও মাঝহারুল ইসলাম মিথুন (ইন্ডিপেন্ডেন্ট  টেলিভিশন)।

প্রধান নির্বাচন কমিশনার জনাব শফিকুল বলেন, 'এবার নির্বাচন প্রক্রিয়া বেশ সংক্ষিপ্ত ছিল। নির্ধারিত পদের বিপরীতে অতিরিক্ত মনোনয়ন জমা না পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।'

নির্বাচন কমিশনার ছিলেন বিএসজেএ'র সদস্য সোহানুজ্জামান খান নয়ন এবং হাসিবুল করিম।

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed; US, UN sound alarm

2h ago