আইপিএল ২০২৫

হেড-অভিষেকদের দমিয়ে লড়াইয়ে ফিরল হার্দিকের মুম্বাই

Suryakumar Yadav and Will Jacks

প্রথম পাঁচ ম্যাচের মধ্যে স্রেফ একটা জিতেছিলো মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে অফে যাওয়ার স্বপ্ন প্রায় ফিকে হতে বসেছিলো হার্দিক পান্ডিয়ার দলের। অবশেষে গা ঝাড়া দিল আইপিএলের অন্যতম সফল দল। সম্মিলিত নৈপুণ্যে টানা দ্বিতীয় জয়ে লড়াইয়ে ফিরে এসেছে তারা।

ঘরের মাঠ বৃহস্পতিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ উইকেটে হারিয়েছে মুম্বাই। আগে ব্যাটিং পাওয়া সানরাইজার্স ৫ উইকেটে করে ১৬২ রান। ১১ বল বাকি রেখে ওই রান পেরিয়ে যায় মুম্বাই।

সাত ম্যাচ খেলে পাঁচ বারের চ্যাম্পিয়নদের এটি তৃতীয় জয়। এই জয়ে কলকাতা নাইট রাইডার্সকে সরিয়ে ছয়ে উঠল তারা।

দলের জয়ে অবদান বেশ কজনের। তবে সবচেয়ে বড় অবদান ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকসের। অফ স্পিনে ১৪ রানে ২ উইকেট পাওয়ার পর রান তাড়ায় তিনি করেন ২৬ বলে ৩৬ রান। কেউ ফিফটি না পেলেও মাঝারি ইনিংসে অবদান রেখেছেন আরও চারজন। রায়ান রিকেলটন ২৩ বলে করেন ৩১। ছন্দে ফেরার আভাস দিয়ে ১৬ বলে ২৬ রানের ঝড়ো শুরু এনে দিয়ে যান রোহিত শর্মা। সূর্যকুমার যাদব ১৫ বলে ২৬ ও হার্দিক পান্ডিয়া মাত্র ৯ বলে করেন ২১ রান।

টস হেরে ব্যাট করা সানরাইজার্সের ওপেনিং জুটিতে ৫৯ এলেও বাকি কেউই জ্বলে উঠতে পারেননি। ২৮ বলে সর্বোচ্চ ৪০ রান আসে অভিষেক শর্মার ব্যাটে।

দলের অনায়াসে জয় পাওয়ার দিনে মুম্বাইর জন্য স্বস্তির খবর জাসপ্রিত বুমরাহর চোট কাটিয়ে ছন্দ পাওয়া। আগের দুই ম্যাচে সাদামাটা থাকলেও এদিন ধারালো বুমরাহকেও পাওয়া গেছে। ৪ ওভার বল করে কেবল ২১ রান দিয়ে ১ উইকেট নেন এই ডানহাতি পেসার।

রোহিত-বুমরাহর ছন্দে ফেরার আভাস আর জয়ের ধারায় ফেরা মুম্বাইর জন্য স্বস্তির খবর।

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

3h ago