অ্যালেন স্বপন ২ দেখে কী বলছেন দর্শক

'অনেক দিন পর দারুণ কিছু দেখলাম'– এক দর্শক এমন মন্তব্য করেছেন চরকি অরিজিনাল সিরিজ 'মাইশেলফ অ্যালেন স্বপন ২' দেখে। সিরিজটি দেখেননি এমন একজন সামাজিক মাধ্যমে তার বন্ধুকে মেনশন করে লিখেছেন, 'এই সিরিজটা মিস করা যাবে না, বাসায় আসলে একসঙ্গে দেখব।'

অর্থাৎ সিরজিটি যারা দেখেছেন তারা জানাচ্ছেন ভালোলাগার কথা, আর যারা দেখেননি তারা প্রকাশ করছেন সিরিজটি দেখার আগ্রহ। এভাবেই বাড়ছে অ্যালেন স্বপন সিরিজের জনপ্রিয়তা।

প্রথম সিজন থেকেই জনপ্রিয়তার তুঙ্গে অ্যালেন স্বপন সিরিজ ও চরিত্র। দুটি সিজনই দেখেছেন এমন দর্শক জানিয়েছেন, 'সিজন ১ এবং ২– দুইটাই দেখেছি, সেই'।

যেসব কারণে দ্বিতীয় সিরিজটি নিয়ে দর্শকদের ভালোলাগা, তার মধ্যে অন্যতম স্বপন চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খানের অভিনয় এবং এর গল্প।

এক দর্শক বলছেন, 'নাসির উদ্দিন খান সত্যি আমাদের অভিনয় জগতে এক অভাবনীয় আবিষ্কার।'

মিথিলাকে নিয়ে তার মন্তব্য, 'মিথিলার অভিনয় খুবই পরিণত'।

নির্মাতা শিহাব শাহীনের প্রশংসা করে তিনি জানিয়েছেন, 'গল্প-পরিচালনা নিয়ে বলার অপেক্ষা রাখে না, কতটা ভালো হয়েছে। প্রথম সিজনকে ছাড়িয়ে গেছে। অসাধারণ। ধন্যবাদ শিহাব শাহীন!'

সিরিজটিকে 'পিওর এন্টারটেইনমেন্ট' এবং 'লোকাল কালচারে রুটেড' বলে উল্লেখ করছেন তারা।

ফেসবুক গ্রুপে এক দর্শক লিখেছেন, 'বাংলাদেশের কনটেন্ট যে এই দিকেও যেতে পারে, এই সিরিজ তার লাইভ প্রমাণ।'

আরেকজনের মতে, 'মাইশেলফ অ্যালেন স্বপন ২ একদম টাইম পাস করার মতো সিরিজ না, এটা পুরোপুরি বিনোদনের ডোজ! অ্যালেন স্বপন, সিন্ডিকেট আর নতুন নতুন মোচড় – সব মিলিয়ে দারুণ কিছু হয়েছে।'

অ্যালেন স্বপন ২–কে ১০ এ ৯ দিয়ে এক দর্শক লিখেছেন, 'মাইশেলফ অ্যালেন স্বপন ২ নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। মেইনলি সিন্ডিকেটের সঙ্গে অ্যালেনকে কানেক্ট করছে এই সিরিজে। আর কিছু বড় বড় সাসপেন্স ক্রিয়েট করছে এই সিরিজে। বদ্দা তো একদম আগের মতোই ফর্মে! জেফারের কানেকশন শুধু বদ্দার বয়াম পাখি হিসেবেই না, আরও বড় একটা প্লটের পার্ট হিসেবে আছে। মূল কথা টাইমটা ওয়েস্ট হয়নি। একদম ফুল অন এন্টারটেইনিং সিরিজ ছিল সিজন ২।'

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ 'সিন্ডিকেট'। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় 'মাইশেলফ অ্যালেন স্বপন'– এর প্রথম সিজন। এটি ছিল দেশের প্রথম স্পিন অফ সিরিজ। সেনসেশন কনডমস প্রেজেন্টস 'অ্যালেন স্বপন ২' সিরিজে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা, জেফার রহমান, সুমন বড়ুয়া। 

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

5h ago