দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ফিরছে নতুন কন্টেন্ট নিয়ে

ছবি: সংগৃহীত

দেশে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই শোবিজে এসেছিল স্থবিরতা। দীর্ঘদিন নতুন কোনো ওটিটি কন্টেন্ট মুক্তি পায়নি।

মাঝে এসেছে বন্যা। লম্বা সময় ধরে স্থবিরতা নেমে এসেছিল। সবার প্রচেষ্টায় একটু একটু করে স্বাভাবিক হতে চলেছে সার্বিক পরিস্থিতি।

নতুন কনটেন্ট মুক্তিতে ফিরছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্ল্যাটফর্মটি মুক্তি দিতে যাচ্ছে মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব ফিল্ম 'ফরগেট মি নট'। রাজনীতির পালা বদল আর প্রাকৃতিক দুর্যোগের পর যখন স্থবির বিনোদন জগৎ, তখন শিল্পের গতি ফেরাতেই কনটেন্ট মুক্তির সাহসটা দেখালো চরকি। এমনটাই মনে করেন প্রতিষ্ঠানটির সিইও রেদওয়ান রনি।

`ফরগেট মি নট' নির্মাতা রবিউল আলম রবি। এর আগে চরকিতে তার নির্মিত 'ঊনলৌকিক' ও 'ক্যাফে ডিজায়ার' মুক্তি পেয়েছে। দুটি কনটেন্টেই প্রশংসা পেয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করেন তিনি।

মেহজাবীন চৌধুরী ছাড়াও এতে আছেন ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে। সিনেমাটি মুক্তি পাচ্ছে ৫ সেপ্টেম্বর। `মিনিস্ট্রি অব লাভ' প্রজেক্টের চতুর্থ ওয়েব ফিল্ম 'ফরগেট মি নট'। বোঝাই যাচ্ছে, সম্পর্কের নানা ঘটনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে এতে।

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago