বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলায় নিহত ৩, আহত ১৬

বেলুচিস্তানের মাস্তুং জেলায় পুলিশ বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ছবি: ডন

পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতরা বেলুচিস্তান কনস্টাবুলারি প্রাদেশিক পুলিশের সদস্য।

আজ মঙ্গলবার সকালে বেলুচিস্তানের মাসতুং জেলায় এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, কালাত থেকে পুলিশদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে হামলা চালানো হয়। এতে বিস্ফোরণে বেলুচিস্তান কনস্টাবুলারির তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

তিনি আরও জানান, বিস্ফোরণে আরও ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Comments

The Daily Star  | English

Khaleda reaches Gulshan residence amid warm welcome

Supporters waved party flags and chanted slogans as the vehicle, with Khaleda seated in the front and her daughters-in-laws

1h ago