ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে মৃত ৯৮

ডমিনিকান রিপাবলিকের রাজধানীতে নাইটক্লাব জেট সেট ক্লাবের ছাদ ধসে পড়ার পর উদ্ধার কার্যক্রম চলছে। ছবি: এএফপি
ডমিনিকান রিপাবলিকের রাজধানীতে নাইটক্লাব জেট সেট ক্লাবের ছাদ ধসে পড়ার পর উদ্ধার কার্যক্রম চলছে। ছবি: এএফপি

ডমিনিকান রিপাবলিকে জনপ্রিয় গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালীন সময় নাইটক্লাবের ছাদ ধসে মৃতের সংখ্যা প্রায় শ ছুঁয়েছে।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি।

ছাদ ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পরও খোঁজাখুঁজি ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

শুরুতে মৃতের সংখ্যা ১৫ বলে উল্লেখ করা হলেও তা দিনভর বাড়তে থাকে। সর্বশেষ ৯৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

এই তথ্য জানিয়েছেন জরুরী কার্যক্রম কেন্দ্রের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্দেজ।

'যতক্ষণ পর্যন্ত একজনকেও জীবিত পাওয়ার আশা রয়েছে, আমরা উদ্ধার চালিয়ে যাব', জানান তিনি।

সোমবার দিবাগত রাত ১২টার পর ডমিনিকান রিপাবলিকের জনপ্রিয় মেরেঙ্গে গায়ক পেরেজ জেট সেট নাইটক্লাবের মঞ্চে গান পরিবেশ করছিলেন। এ সময় ছাদ ধসে পড়লে পেরেজসহ অসংখ্য মানুষ ঘটনাস্থলেই প্রাণ হারান। 

নাইট ক্লাবের ছাদ ধসে মারা গেছেন মেরেঙ্গে গায়ক রুবি পেরেজ। ফাইল ছবি: সংগৃহীত
নাইট ক্লাবের ছাদ ধসে মারা গেছেন মেরেঙ্গে গায়ক রুবি পেরেজ। ফাইল ছবি: সংগৃহীত

পেরেজের ম্যানেজার এনরিকে পাউলিনো এএফপিকে জানান, 'পেরেজের সন্তানরা তার শেষকৃত্য কীভাবে হবে, সেটা নিয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেননি। আমরা অপেক্ষা করছি।'

বিপুল পরিমাণ ধসে পড়া ইট, ইস্পাতের বার ও টিনের শিটের মধ্যে প্রায় ৩৭০ জন উদ্ধারকর্মী জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

এই দুর্ঘটনায় আরও মারা গেছেন সাবেক মেজর লিগ বেসবল তারকা অক্টাভিও দোতেল (৫১)। পিচার হিসেবে সেইন্ট লুই কার্ডিনালস দলের পক্ষে ২০১১ সালে ওয়ার্ল্ড সিরিজ জয় করেন তিনি।  

স্থানীয় গণমাধ্যম জানায়, দোতেলকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর আঘাত থেকে তার মৃত্যু হয়।

মঙ্গলবার নিউ ইয়র্ক মেটস ও মায়ামি মার্লিনসের মধ্যে খেলা শুরুর আগে নিউইয়র্কের সিটি মাঠের স্কোরবোর্ডে ওই তারকার সাদা কালো ছবি ও ডমিনিকান প্রজাতন্ত্রের পতাকা দেখানো হয়।

বেসবল তারকা অক্টাভিও দোতেল । ফাইল ছবি: এএফপি
বেসবল তারকা অক্টাভিও দোতেল । ফাইল ছবি: এএফপি

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই ক্লাবে সে সময় ৫০০ থেকে এক হাজার মানুষ উপস্থিত ছিলেন। ক্লাবটিতে ৭০০ জনের বসার ও এক হাজার জনের দাঁড়িয়ে থাকার বন্দোবস্ত ছিল।

সোমবার দিবাগত রাত (স্থানীয় সময়) পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল পৌনে ১১টা)। 

আহতদের হাসপাতালে নিয়ে আসার জন্য কয়েক ডজন অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়।

আপনজনদের খোঁজে নাইট ক্লাবের বাইরে অসংখ্য মানুষ জমায়েত হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পেরেজ গান পরিবেশন করার সময় হঠাত করে বিদ্যুৎ চলে যায় এবং তার ওপর ছাদ ধসে পড়ে।

পেরেজের মেয়ে জুলিনকা সাংবাদিকদের জানান, ছাদ ধসের পর তিনি পালাতে সক্ষম হলেও তার বাবা বাঁচতে পারেননি।

ডমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদের তিন দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, এই দুর্ঘটনায় মন্টে ক্রিস্টি পৌরসভার গভর্নর নেলসি ক্রুজও মারা গেছেন।

জেট সেট ক্লাবের ইনস্টাগ্রাম পেজে বলা হয়েছে, ক্লাবটির কার্যক্রম ৫০ বছরেরও বেশি সময় ধরে চলছে।

ডমিনিকান রিপাবলিক একটি জনপ্রিয় পর্যটনবান্ধব দেশ। ২০২৪ সালে সেখানে ১ কোটি ১০ লাখ পর্যটক ভ্রমণ করেছেন বলে দেশটির পর্যটন মন্ত্রণালয়য় জানিয়েছে।

দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৫ শতাংশই পর্যটন থেকে আসে।

পর্যটকদের আকর্ষণের মূল উৎস সঙ্গীত ও সান্ধ্যকালীন বিনোদন, ক্যারিবীয় সমুদ্রতট ও রাজধানী সান্তো দোমিঙ্গোর ঔপনিবেশিক আমলের স্থাপত্য।

রুবি পেরেজের জনপ্রিয় একটি গান

Comments

The Daily Star  | English

India’s white-ball tour of Bangladesh deferred to September 2026

The Bangladesh Cricket Board (BCB) on Saturday confirmed that India’s white-ball tour of Bangladesh, originally scheduled for next month, has been postponed to September 2026.

1h ago