অ্যান্টার্কটিকায় প্রমোদ ভ্রমণে গিয়ে বরখাস্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট

অ্যান্টার্কটিকায় বিলাসবহুল সফর করে চাকরি হারিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরি। ছবি: ইরানের তাসনিম নিউজ এজেন্সির সৌজন্যে
অ্যান্টার্কটিকায় বিলাসবহুল সফর করে চাকরি হারিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরি। ছবি: ইরানের তাসনিম নিউজ এজেন্সির সৌজন্যে

অ্যান্টার্কটিকায় প্রমোদ ভ্রমণে যেয়ে চাকরি হারিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরি।

গতকাল রোববার এই তথ্য জানিয়েছে সিএনএন।

শনিবার ইরানের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে তার পদ থেকে বরখাস্তের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

এ বিষয়ে তিনি একটি ডিক্রি জারি করেন। সেখানে ভাইস প্রেসিডেন্টের সফরকে অতিরিক্ত ব্যয়বহুল ও ক্ষমার অযোগ্য বলে আখ্যায়িত করেন তিনি।

পেজেশকিয়ান ওই ডিক্রিতে উল্লেখ করেন, 'যে রাষ্ট্র প্রথম শিয়া ইমামে হযরত আলীর (রা:) মূল্যবোধকে অনুসরণ করে, এবং একইসঙ্গে, যখন আমাদের মানুষের ওপর উল্লেখযোগ্য অর্থনৈতিক চাপ রয়েছে, সে সময়ে সরকারি কর্মকর্তাদের এ ধরনের বিলাসবহুল সফর, এমন কী, ব্যক্তিগত সম্পদের ব্যবহারেও—একেবারেই গ্রহণযোগ্য নয়।'

তিনি জানান, দাবিরি দীর্ঘদিন ধরে সরকারি কাজে নিয়োজিত থাকলেও কোনো অবস্থাতেই 'সততা, ন্যায়বিচার ও দেশের মানুষের প্রতি অঙ্গীকার' থেকে তার সরে আসার সুযোগ ছিল না।

দাবিরি কোনো ধরনের অন্যায় আচরণের অভিযোগ অস্বীকার করেন।

তবে তিনি প্রেসিডেন্টের সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানান।

পেজেশকিয়ান জানান, সব সরকারি কর্মকর্তাদের 'সহজ-সরল জীবনযাপনের' আদর্শ মেনে চলা উচিত। বিশেষত, দেশের অর্থনীতি যখন বিপদের মুখে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

এ ক্ষেত্রে দাবিরি তা মেনে চলেননি।

দীর্ঘদিন ধরে ইরানের অর্থনীতি স্থবিরতায় আক্রান্ত। বিশেষত, তেহরানের পরমাণু কর্মসূচির জবাবে যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক বিধিনিষেধ দেশটির জন্য বড় দুর্দশার কারণ। 

গত সপ্তাহে ইরানের মুদ্রার দরপতন নতুন রেকর্ড তৈরি করেছে। রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, এক ডলারের বিপরীতে ইরানী রিয়েলের বিনিময় মূল্য ছিল ১০ লাখ ৩৯ হাজার।

সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, দাবিরিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট এটাই প্রমাণ করেছেন যে তিনি শুধু উপযোগিতা, দক্ষতা, ন্যায়বিচার, সততা ও জনগণের স্বার্থকেই আমলে নেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে জানিয়েছে, দাবিরি ও তার স্ত্রীর এই সফরে পাঁচ হাজার মার্কিন ডলারেরও বেশি খরচ হয়েছে। ইরানের নববর্ষ উদযাপন করতে তিনি অ্যান্টার্কটিকা গিয়েছিলেন। 

Comments

The Daily Star  | English
CAAB pilot licence irregularities Bangladesh

Regulator repeatedly ignored red flags

Time after time, the internal safety department of the Civil Aviation Authority of Bangladesh uncovered irregularities in pilot licencing and raised concerns about aviation safety, only to be overridden by the civil aviation’s higher authorities.

11h ago