যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের, ইরানের নাকচ

ইসরায়েলের উপকূলীয় শহর নেতানিয়ার আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র। তবে এই হামলা যুদ্ধবিরতির আগে হয়েছে না পরে হয়েছে, তা জানা যায়নি। ছবি: এএফপি/২৪ জুন ২০২৫
ইসরায়েলের উপকূলীয় শহর নেতানিয়ার আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র। তবে এই হামলা যুদ্ধবিরতির আগে হয়েছে না পরে হয়েছে, তা জানা যায়নি। ছবি: এএফপি/২৪ জুন ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে বার্তা দেওয়ার পর ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে রাজি থাকার বিষয়টি জানানো হয়।

এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের দাবি করেছে যে, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং তাদেরকে পাল্টা জবাব দেওয়া হবে। অপরদিকে, ইরান এই দাবি নাকচ করেছে।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বিবিসি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ বিবৃতিতে জানিয়েছেন, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

তিনি আরও বলেন, 'আমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) প্রধানমন্ত্রীর (নেতানিয়াহু) সঙ্গে সমন্বয় করে তেহরানে পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছি, যাতে সরকারি লক্ষ্যবস্তু ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা যায়।'

এই অভিযোগের জবাব দিয়েছে ইরান সরকার। তাদের দাবি, 'যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি।'

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ। ফাইল ছবি: রয়টার্স
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ। ফাইল ছবি: রয়টার্স

আইডিএফ'র এক কর্মকর্তা সিএনএনকে জানান, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরান থেকে দুইটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ওই দুইটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে।

ক্ষেপণাস্ত্র হামলার দাবির অল্প সময় পর ইসরায়েলের কট্টর-ডানপন্থি নেতা, অর্থমন্ত্রী ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র বেজালেল স্মৎরিচ এক্সে সংক্ষিপ্ত পোস্টে বলেন, 'তেহরান কেঁপে উঠবে'।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

2h ago