আল্লু অর্জুনের সঙ্গে পর্দায় জুটি হচ্ছেন প্রিয়াঙ্কা

আল্লু অর্জুন ও প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন শিগগিরই পরিচালক অ্যাটলির সঙ্গে হাত মেলাবেন বলে শোনা যাচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এখন শোনা যাচ্ছে, ইতোমধ্যে সিনেমার নায়িকাকে বেছে নিয়েছেন নির্মাতারা।

লেটস সিনেমার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার কথা ভাবা হচ্ছে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, তারা জানতে পেরেছে অ্যাটলির সঙ্গে আল্লু অর্জুন অভিনীত একটি 'প্যারালাল ইউনিভার্স' সিনেমা হবে। সিনেমাটি প্রযোজনা করবে সান পিকচার্স।

সূত্রের খবর, এই সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুনকে। যেখানে আগে দুই নায়কের সিনেমা হওয়ার গুঞ্জন ছিল। যদিও পুষ্পা অভিনেতার টিম পরে নিশ্চিত করেছে, সিনেমাতে কেবল আল্লু অর্জুনই মুখ্য ভূমিকায় থাকবেন।

আল্লু অর্জুনকে সর্বশেষ 'পুষ্পা ২: দ্য রুল' সিনেমায় দেখা গেছে। সিক্যুয়াল ফিল্মটি লাল চন্দন কাঠের চোরাচালানকারী পুষ্পরাজুর জীবন কাহিনী নিয়ে নির্মিত। সিনেমাতে তিনি তার নতুন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইয়ের সময় তার সাম্রাজ্যকে শক্তিশালী করেন।

সিনেমাটির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দান্না এবং প্রধান খল চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। এতে আরও অভিনয় করেছেন জগপতি বাবু, সুনীল, রাও রমেশ প্রমুখ।

এছাড়াও, আল্লু অর্জুন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে চতুর্থ চলচ্চিত্রে কাজ করবেন বলে আশা করা হচ্ছে। এটি একটি পৌরাণিক গল্প হবে বলে গুজব রয়েছে। অভিনেতা হিন্দু পৌরাণিক কাহিনী থেকে ভগবান কার্তিকের চরিত্রে অভিনয় করবেন বলে অনুমান করা হচ্ছে।

নাগা ভামসির সঙ্গে এক সাক্ষাত্কারে প্রযোজক উল্লেখ করেছেন, তেলেগু সিনেমা মূলত এ জাতীয় আখ্যান থেকে দূরে সরে গেছে। তিনি জোর দিয়েছেন যে, এই সিনেমাটি রামায়ণ ও মহাভারতের মতো ঐতিহ্যবাহী মহাকাব্য থেকে আলাদা হবে।

অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আসন্ন 'এসএসএমবি২৯' সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। মহেশ বাবু অভিনীত সিনেমাটি এসএস রাজামৌলি পরিচালিত। এটি একটি জঙ্গল অ্যাডভেঞ্চার। সিনেমাতে পৃথ্বীরাজ সুকুমারনও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

Comments

The Daily Star  | English

US urges India, Pakistan to communicate to 'avoid miscalculation'

Rubio placed telephone calls to the rivals' top diplomats and, for the first known time since the conflict erupted

25m ago