মুলারের ইচ্ছা ছিল না, তবু বায়ার্ন ছাড়তে হচ্ছে তাকে

ছবি: এএফপি

জার্মানির ফরোয়ার্ড টমাস মুলারের সঙ্গে বায়ার্ন মিউনিখের সম্পর্ক অনেক পুরনো। পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত কেবল এই একটি ক্লাবের হয়েই খেলেছেন তিনি। কিন্তু একসঙ্গে তাদের সুদীর্ঘ ২৫ বছরের পথচলার ইতি ঘটতে যাচ্ছে এবার।

চলতি ২০২৪-২৫ মৌসুম শেষে ক্লাব ছাড়তে হবে ৩৫ বছর বয়সী মুলারকে। যদিও বাভারিয়ান দলটির কিংবদন্তিতে পরিণত হওয়া বিশ্বকাপজয়ী তারকার তরফ থেকে আসেনি এই সিদ্ধান্ত। বরং জার্মান বুন্দেসলিগার পরাশক্তিরাই আর চুক্তি নবায়ন করতে আগ্রহী হয়নি তার সঙ্গে।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বায়ার্নের সঙ্গে বন্ধনের অবসানের বিষয়টি নিশ্চিত করেছেন মুলার। তার বিদায়ী বার্তায় মিশে থেকেছে আফসোস, 'এই ক্লাব সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী মৌসুমের জন্য আমার সঙ্গে তারা নতুন করে চুক্তি করবে না। যদিও এটি আমার ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না, তবে ক্লাবটির জন্য গুরুত্বপূর্ণ হলো তাদের বিশ্বাসকে অনুসরণ করা।'

বাভারিয়া অঞ্চলের গ্রাম ভিলহেইমে জন্ম হয়েছিল মুলারের। ১০ বছর বয়সে তিনি যোগ দিয়েছিলেন সফলতম জার্মান ক্লাব বায়ার্নের একাডেমিতে। বয়সভিত্তিক পর্যায় পেরিয়ে ২০০৮ সালে মূল দলে অভিষেক হয় তার। সেই থেকে টানা ১৭ বছর বায়ার্নের হয়েই সর্বোচ্চ স্তরে ফুটবল খেলছেন তিনি।

বায়ার্নের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মুলারের দখলে। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৭৪৩ ম্যাচ খেলেছেন তিনি। নিজে ২৪৭ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৭৩ গোল।

সাম্প্রতিক মৌসুমগুলোতে মুলার অবশ্য মূল একাদশে তেমন একটা সুযোগ পাননি। তিনি নিয়মিত বেঞ্চ থেকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন। ফলে তার ক্লাব ছাড়ার জল্পনাকল্পনা ক্রমশ বাড়ছিল।

বায়ার্নের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে মুলার বলেছেন, এই ক্লাবে অসাধারণ সময় কেটেছে তার, 'এটা স্পষ্ট যে, আজকের দিনটি আমার জন্য আর দশটা সাধারণ দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের সঙ্গে আমার ২৫ বছরের পথচলা এই গ্রীষ্মে শেষ হবে। অনন্য সব অভিজ্ঞতা, দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব জয় নিয়ে এটা অবিশ্বাস্য একটা যাত্রা ছিল।'

বায়ার্নের হয়ে মোট ৩৩টি শিরোপা জিতেছেন মুলার। এর মধ্যে দুবার তিনি ট্রেবল জয়ের স্বাদ নিয়েছেন। টানা ১১টিসহ মোট ১২টি বুন্দেসলিগা, ছয়টি জার্মান কাপ, দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছেন তিনি।

মুলারকে বিদায়বেলায় প্রশংসায় ভাসিয়েছেন ক্লাবের সভাপতি হার্বার্ট হেইনার। তিনি বলেছেন, 'টমাস মুলারের ক্যারিয়ার হলো বাভারিয়ান রূপকথার সংজ্ঞা। সে বাভারিয়া ও বায়ার্নের সঙ্গে বেড়ে উঠেছে।'

নতুন ঠিকানায় পাড়ি জমানোর আগে আরও কিছু শিরোপা জেতার সুযোগ রয়েছে মুলারের। ৬ ম্যাচ বাকি থাকতে বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় বায়ার্ন শীর্ষে আছে ৬৮ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুসেন তাদের চেয়ে পিছিয়ে ৯ পয়েন্টে। আর চ্যাম্পিয়ন্স লিগে তারা উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

যুক্তরাষ্ট্রের মাটিতে নতুন আঙ্গিকে ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আগামী ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওই টুর্নামেন্ট খেলেই বায়ার্নে শেষ হবে মুলারের যাত্রা। এছাড়া, তার গৌরবময় ক্যারিয়ারের সম্মানে একটি বিদায়ী প্রীতি ম্যাচও আয়োজন করা হবে।

Comments

The Daily Star  | English

Yunus begins meeting political leaders to discuss pressing issues

Yunus is scheduled to hold another meeting with leaders of different Islamist parties after this

33m ago