চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে মুখোমুখি রিয়াল-সিটি, বার্সা-পিএসজি

ছবি: এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে হাইভোল্টেজ লড়াই দেখতে পাওয়ার বিষয়টি অনুমিত ছিল। ড্রয়ের পর ফুটবল ভক্ত-সমর্থকদের উন্মাদনার পারদ নিশ্চিতভাবেই পৌঁছে গেছে আরও উঁচুতে। শেষ আটে প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন মুখোমুখি হবে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির। ২০১৯-২০ মৌসুমের ফাইনালিস্ট পিএসজি মোকাবিলা করবে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাব আসরের চলতি মৌসুমের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে শুক্রবার, ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সদর দপ্তর সুইজারল্যান্ডের নিয়নে।

শেষ আটের বাকি দুই ম্যাচে ২০০৫-০৬ মৌসুমের ফাইনালিস্ট আর্সেনাল লড়বে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে, তিনবারের রানার্সআপ অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ ১৯৯৬-৯৭ মৌসুমের চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ মাঠে গড়াবে আগামী ৯ ও ১০ এপ্রিল, দ্বিতীয় লেগ ১৬ ও ১৭ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ৩০ এপ্রিল ও ১ মে অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় লেগ হবে ৭ ও ৮ মে। ইংল্যান্ডের রাজধানী লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১ জুন।

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনাল ১: আর্সেনাল-বায়ার্ন মিউনিখ
কোয়ার্টার ফাইনাল ২: অ্যাতলেতিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড
কোয়ার্টার ফাইনাল ৩: রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি
কোয়ার্টার ফাইনাল ৪: পিএসজি-বার্সেলোনা

সেমিফাইনাল

সেমিফাইনাল ১: কোয়ার্টার ফাইনাল ২ বিজয়ী (অ্যাতলেতিকো/ডর্টমুন্ড)-কোয়ার্টার ফাইনাল ৪ বিজয়ী (পিএসজি/বার্সেলোনা)
সেমিফাইনাল ২: কোয়ার্টার ফাইনাল ১ বিজয়ী (আর্সেনাল/বায়ার্ন)-কোয়ার্টার ফাইনাল ৩ বিজয়ী (রিয়াল/ম্যান সিটি)

ফাইনাল

সেমিফাইনাল ১ বিজয়ী-সেমিফাইনাল ২ বিজয়ী।

Comments

The Daily Star  | English

New Election Commission takes shape

Amid much speculation about when the next election might take place, former health and energy secretary AMM Nasir Uddin has been appointed as the new chief election commissioner.

24m ago