বিদ্রূপ সহ্য করতে না পেরে দর্শকদের দিকে তেড়ে গেলেন খুশদিল

ছবি: এএফপি

চরম হতাশায় শেষ হলো পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর ওয়ানডে সিরিজে তারা হলো ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশড। এরপর ঘটল একটি বিতর্কিত ঘটনা। যেটার জন্ম দিলেন পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ। বিদ্রূপ সহ্য করতে না পেরে দর্শকদের দিকে তেড়ে গেলেন তিনি!

শনিবার মাউন্ট মঙ্গানুইতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেও হয়েছে নিষ্প্রাণ। সেখানে ৪৩ রানে জিতেছে আইপিএলে ব্যস্ত নিয়মিত তারকাদের ছাড়া খেলতে নামা স্বাগতিকরা। ভেজা মাঠের কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে আগে ব্যাট করে কিউইরা তোলে ৮ উইকেটে ২৬৪ রান। জবাবে আবারও লড়াই জমাতে না পারা সফরকারীরা দুই ওভার বাকি থাকতে গুটিয়ে যায় ২২১ রানে।

ম্যাচশেষে ঘটে অনাকাঙ্ক্ষিত ওই কাণ্ড! বাজে পারফরম্যান্সে দুর্দশায় থাকা পাকিস্তান দলকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন গ্যালারিতে থাকা কিছু দর্শক। সেটা মেনে নিতে পারেননি খুশদিল। এই ম্যাচে পাকিস্তানের একাদশে না থাকা ৩০ বছর বয়সী ক্রিকেটার তেড়ে যান তাদের দিকে। কিছুতেই তাকে থামিয়ে রাখা যাচ্ছিল না যেন! পরে সতীর্থ ও নিরাপত্তাকর্মীদের চেষ্টায় তাকে ফেরানো সম্ভব হয়।

ছবি: এএফপি

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দর্শকদের সঙ্গে খুশদিলের বিরোধের কিছু ছবি। প্রত্যক্ষদর্শীদের মতে, পাকিস্তান দল যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, তখন খেলোয়াড়দের নিয়ে নেতিবাচক কথা বলতে শুরু করেন কয়েকজন দর্শক। সেসব মন্তব্যে ছিল ব্যক্তিগত আক্রমণেরও উপস্থিতি। সেসময় আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন খুশদিল।

এমন অপ্রত্যাশিত ঘটনায় শাস্তির মুখোমুখি হতে পারেন খুশদিল। সদ্যসমাপ্ত সিরিজে এর আগে একবার সাজা পেয়েছেন তিনি। দুই দলের প্রথম টি-টোয়েন্টি চলাকালীন আইসিসির আচরণবিধি ভঙ্গ করেছিলেন। ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে নিউজিল্যান্ডের পেসার জাকারি ফোকসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছিলেন তিনি। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল। পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল।

সীমিত ওভারের দুটি সিরিজেরই নিউজিল্যান্ড স্কোয়াড ছিল আনকোরা। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ একঝাঁক ক্রিকেটার আইপিএল খেলতে রয়েছেন ভারতে। চোট ও অন্যান্য কারণে আরও বেশ কয়েকজন পরিচিত মুখ নেই। এমন খর্বশক্তির কিউইদের সঙ্গেও কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি পাকিস্তানিরা। এবার খুশদিলের বিতর্কিত আচরণ যেন মরার ওপর খাঁড়ার ঘা!

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

1h ago