ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নান: জামালপুরে হাজারো পুণ্যার্থীর ভিড়

পাপমুক্তি ও পুণ্য লাভের আশায় জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে অংশ নিয়েছেন সনাতন ধর্মাবলম্বী হাজারো মানুষ। আজ শনিবার সকালে শহরের শেরপুর-জামালপুর সেতুর দক্ষিণ পাশে এই স্নান অনুষ্ঠিত হয়।
প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই স্নানের আয়োজন করা হয়। এতে অংশ নিতে জামালপুর, শেরপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা আসেন।
পুণ্যার্থীরা ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা ঘাস ইত্যাদি সামগ্রী দিয়ে নদে স্নান ও পূজা-অর্চনা করেন। স্নান শেষে অনেকে শহরের দয়াময়ী মন্দিরে গিয়ে পূজা ও অর্ঘ্য নিবেদন করেন।
অষ্টমী স্নান উপলক্ষে দয়াময়ী মন্দির এলাকায় তিন দিনব্যাপী মেলা বসেছে।
পুণ্যার্থীদের নিরাপত্তায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল। জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াহিয়া আল মামুন ডেইলি স্টারকে বলেন, 'অষ্টমী স্নান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।'
Comments