ঈদের কোন সিনেমা কেমন চলছে

বরবাদ, দাগি ও জংলি সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

এবার ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হচ্ছে 'বরবাদ', 'দাগি', 'জংলি, 'জ্বীন-৩', 'চক্কর ৩০২', 'অন্তরাত্মা'। 

আজ বুধবার ঈদের তৃতীয় দিন পর্যন্ত এই ছয়টি সিনেমার মধ্যে তিনটি রয়েছে আলোচনায়।

তবে কোন সিনেমা কেমন ব্যবসা করছে তার একটা হিসাব অনেকেই জানতে চান।

জ্বিন থ্রি, চক্কর ৩২০ ও অন্তরাত্মা সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

এর মধ্যে, সর্বোচ্চ ১২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমা 'বরবাদ'। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স দুইখানেই দাপটের সঙ্গে চলছে। 

ঈদের দিন স্টার সিনেপ্লেক্সে ৩৪টি শো দিয়ে শুরু হওয়া 'বরবাদ' সিনেমাটি ঈদের দ্বিতীয় দিন থেকে চলেছে ৪৪টি শো, যা আজ বুধবারও চলমান। 

ঈদের তৃতীয় দিন পর্যন্ত প্রতিটা শোয়ের টিকিট আগেই শেষ হয়ে গিয়েছিল। 

বরবাদ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

মুক্তির দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে আরও শো বাড়বে বলে জানা গেছে। এছাড়া, যমুনা ব্লকবাস্টার সিনেমায় ঈদের দিন থেকে ৩টি শো দিয়ে শুরু হলেও, বর্তমানে সেখানে ৯টি শো চলছে। 

লায়ন সিনেমায় ঈদের দিন ৪টি শো দিয়ে শুরু করলেও, এখন সেখানে চলছে ৯টি শো।

বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে নিয়মিত ৪টি শো'র পাশাপাশি দর্শকের চাহিদায় রাত ১২টায় নতুন শো চালু হয়েছে। 

সারাদেশে প্রতিদিন ৫০০ শো চলছে 'বরবাদ' সিনেমার। প্রতিটি প্রেক্ষাগৃহে 'হাউজফুল' বোর্ড ঝুলছে এই সিনেমার। 

রিভেঞ্জ থ্রিলার ঘরানার সিনেমা 'বরবাদ' তৈরি হয়েছে প্রতিশোধ ও প্রতারণার গল্প নিয়ে। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের ইধিকা পাল। আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

দাগী সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া আরেকটি সিনেমা 'দাগি'। মাল্টিপ্লেক্সের সবকয়টি শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৬টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

'দাগি' সিনেমার মাধ্যমে দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন আফরান নিশো। ঈদের দিন মুক্তির পর থেকেই 'দাগি' সিনেপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে। 

সিনেমাটির প্রযোজনা সংস্থা আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, 'ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরও ১০টি শো বাড়ানো হয়েছে।' 

'দাগি' সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। আরও আছেন সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

সিয়াম আহমেদ অভিনীয় 'জংলি' সিনেমাটি মোট ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এখন সারা দেশের মাল্টিপ্লেক্সে মোট ১৮টি শো চলছে।

এর মধ্যে, স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় ৩টি, মিউজিয়াম শাখায় ২টি, সীমান্ত সম্ভার শাখায় ২টি, উত্তরা শাখায় ২টি ও চট্টগ্রাম শাখায় ৩টি করে শো চলছে। 

অন্যদিকে ব্লকবাস্টার সিনেমায় ৩টি ও লায়ন সিনেমায় ৩টি করে শো চলছে। 

ঈদের তৃতীয় দিন পর্যন্ত 'জংলি সিনেমার প্রতিটা শো হাউজফুল। 

এম রাহিম পরিচালিত 'জংলি' সিনেমায় অভিনয় করেছন সিয়াম আহমেদ, শবনম বুবলি ও দীঘি। শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা। আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

'অন্তরাত্মা' ১৩টি সিঙ্গেল স্ক্রিন ও আটটি মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি হলে মুক্তি পেয়েছিল। প্রচার প্রচারণার অভাবে তেমনভাবে সাড়া ফেলতে পারেনি সিনেমাটি। 

মুক্তির কয়েকদিনে স্টার সিনেপ্লেক্সে থেকে নেমে গেছে সিনেমাটি। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন ভারতের দর্শনা বণিক। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা 'জ্বীন থ্রি' শুধু দুটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। তেমন আশা জাগাতে পারেনি সিনেমাটি। 
কামরুজ্জামান রোমান পরিচালিত এই  সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও সজল।

মোশাররফ করিম অভিনীত সাইকোলজিক্যাল থ্রিলার 'চক্কর ৩০২'। শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। সিনেমায় মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।

Comments

The Daily Star  | English

BNP struggles to rein in the rogues

Over the past 11 months, 349 incidents of political violence took place across the country, BNP and its affiliated organisations were linked to 323 of these

8h ago