দুই ওটিটি প্ল্যাটফর্মে ‘তাণ্ডব’ আসছে ৭ আগস্ট

চলতি বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'তাণ্ডব' এবার আসছে ওটিটি প্ল্যটফর্মে।
শাকিব খান অভিনীত বক্স অফিস কাঁপানো সিনেমাটি আগামী ৭ আগস্ট থেকে দেখা যাবে 'চরকি' ও 'হইচই' প্ল্যাটফর্মে।
সিনেমাটির প্রযোজনা সংস্থা সংশ্লিষ্ট একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
সিনেমাটির পরিচালক রায়হান রাফী বলেন, 'তাণ্ডব সিনেমা নির্মাণ আমার জন্য একদম ভিন্ন অভিজ্ঞতা ছিল। আমরা চেষ্টা করেছি এই সিনেমায় নতুন গল্প, আইডিয়া, নির্মাণ ধরন, ফিলোসফি সব কিছুতেই নতুনত্ব রাখার। আমি পুরো প্রসেসটা অনেক আনন্দ নিয়ে করেছি। এই আনন্দ আরও দ্বিগুণ হয়েছিল যখন দেখেছি হলে দর্শক অনেক বেশি উপভোগ করছে তাণ্ডব। এবার ওটিটি মাধ্যমে পুরো পৃথিবী দেখতে পারবে আমাদের সিনেমা।'
শাকিব-রাফী জুটির দ্বিতীয় সিনেমা তাণ্ডবে আরও আছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, এফএস নাঈম, রোজী সিদ্দিকী প্রমুখ। বিশেষ চরিত্রে আছেন তারিক আনাম খান।
Comments