ঈদের রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষে তরুণ নিহত, আহত ৪

স্টার অনলাইন গ্রাফিক্স

ঈদের রাতে আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক তরুণ নিহত ও অপর চারজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে এ সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন হৃদয় হোসেনের ছেলে আলিদ হোসেন (২২)।

এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার বেহার আলীর ছেলে আরিফ হোসেন (১৭), লুৎফর মোল্লার ছেলে রিপন হোসেন (৪০), তার ছেলে আপন মোল্লা (১৭) এবং সাইদ হোসেনের ছেলে শামীম হোসেন (১৬)।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের রাতে পাগলাদাহ গ্রামে কয়েকজন যুবক আতশবাজি ফোটাচ্ছিলেন। এ সময় আলিদ হোসেন তাদের বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয় এবং এ সময় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

স্থানীয়রা ছুরিকাঘাতে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলিদকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, 'ঈদ উপলক্ষে একপক্ষ আতশবাজি ফোটাচ্ছিল এবং অন্যপক্ষ এতে বাধা দেয়। এর জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে।'

Comments

The Daily Star  | English

Magura child rape case: Hitu Sheikh sentenced to death

Hitu's wife Jaheda Begum and his sons -- Ratul Sheikh and Sajib Sheikh -- were acquitted from the charges as allegations brought against them could not be proven.

Now