২ দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিম ব্যবহারকারী

ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এবার বেশ আগেই ঢাকা ছাড়তে শুরু করেন নগরবাসী। ছবি: স্টার

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে গতকাল শনিবার ও আজ রোববার এই দুইদিনে ঢাকা ছেড়েছেন ৪০ লাখ ৯৪ হাজার সিম ব্যবহারকারী।

আজ রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি গত দুইদিনের সিম মোবিলিটির একটি ছক উপস্থাপন করেন।

এতে দেখা গেছে, শনিবার ঢাকা ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ সিম ব্যবহারকারী। আর রোববার ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ সিম ব্যবহারকারী।

তবে, গত দুই দিনে দেশের অন্যান্য জেলা থেকে ঢাকায় প্রবেশ করেছেন প্রায় ১২ লাখ সিম ব্যবহারকারী।

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।

তবে, একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে বলে এ পরিসংখ্যান দিয়ে ঠিক কতজন ঢাকা ছেড়েছেন বা প্রবেশ করেছেন তা নিশ্চিত হওয়া যাবে না।

ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এবার বেশ আগেই ঢাকা ছাড়তে শুরু করেন নগরবাসী। ২৬ মার্চের ছুটির মধ্যেই অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে।


 

Comments

The Daily Star  | English

JnU students continue blockade for 2nd day

Jagannath Oikyo has declared the university indefinitely closed

21m ago