সংস্কারের জন্যই মানুষ রক্ত দিয়েছে, দেশে গণঅভ্যুত্থান হয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম | ফাইল ফটো

অনেকে সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, সংস্কার করার জন্যই মানুষ রক্ত দিয়েছিল। আর এ কারণেই দেশে গণঅভ্যুত্থান। যদি পরিবর্তনই না হয়, তাহলে কেন এতো মানুষ রাস্তায় নেমে রক্ত দিয়েছিল! রাষ্ট্রের সংস্কার ও মৌলিক পরিবর্তন হতে হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর শহরের স্টেশন বাজার এলাকায় বিজয় সৌধ চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে নাহিদ ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন।

নাহিদ ইসলাম বলেন, 'গত ১৫ বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন ও নির্যাতন চলেছে, জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে নির্বাচন-পরবর্তী সময়ে যে সরকার আসবে, তারা যে সংস্কারপ্রক্রিয়া চলমান রাখবে, সে নিশ্চয়তা আমাদের নেই। তাই আমরা চাই, বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে।'

'আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি, সংস্কারের আলাপকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষে থেকে বলতে চাই, আসুন সংস্কারের প্রতি আমরা সকলেই ঐক্যবদ্ধ হই।'

জুলাই অভ্যুত্থানে সিরাজগঞ্জবাসীর ভূমিকার কথা স্মরণ করে নাহিদ আশা ব্যক্ত করেন, জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমেও সিরাজগঞ্জবাসী একইভাবে ভূমিকা রাখবেন।

এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এস এম সাইফ মুস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক জুঁথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজিব সরকার, সদস্য সচিব মেহেদী হাসান ও শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

34m ago