আইপিএলে ব্রুকের নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দিলেন মঈন ও রশিদ

harry brook

গত বছরের পর এবারও আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন হ্যারি ব্রুক। এজন্য ভারতের ফ্র‍্যাঞ্চাইজি লিগটি থেকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি। এমন সিদ্ধান্তের পক্ষে মতামত দিয়েছেন ব্রুকের সতীর্থ মঈন আলী ও আদিল রশিদ।

২০২৫ আইপিএলের মেগা নিলামের আগেই জানিয়ে দেয়া হয়েছিল, দল পাওয়া কোন খেলোয়াড় পরবর্তীতে চোট বা গ্রহণযোগ্য কারণ ছাড়া সরে গেলে তাকে দুই বছর নিষিদ্ধ করা হবে। গণমাধ্যমে খবর এসেছে, ইতোমধ্যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে ব্রুকের নিষেধাজ্ঞার ব্যাপারে অবগত করেছে আইপিএল কর্তৃপক্ষ। চলতি বছরের আইপিএলে তাকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস।

সম্প্রতি বিয়ার্ড বিফোর ক্রিকেট পডকাস্টে ব্রুকের ব্যাপারে মঈন বলেন, '(দুই বছর নিষিদ্ধ করা) কঠোর (সিদ্ধান্ত) নয়। আমি এর সঙ্গে একমত। অনেকেই এটা (নাম প্রত্যাহার) করে থাকেন। অতীতে অনেকে এমনটা করেছেন। তারা নাম প্রত্যাহার করে পরে ফিরে এসে আরও ভালো আর্থিক প্যাকেজ পান। একইসঙ্গে এতে অনেক কিছু এলোমেলো হয়ে যায়।"

'ব্রুকের নাম প্রত্যাহারে দলের পরিকল্পনা এলোমেলো হয়েছে। যে কোনো দলের জন্য হ্যারি ব্রুকের মতো খেলোয়াড়কে না পাওয়ার মানে সমস্যার মুখে পড়া। এখন সবকিছু তাদের নতুন করে সাজাতে হবে।', যোগ করেন দুইশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা মঈন।

২০২৫ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন মঈন। অভিজ্ঞ এই অলরাউন্ডার আরও বলেন, 'এটা আগেও কয়েকবার ঘটেছে, ইংল্যান্ডের খেলোয়াড়রা অতীতেও কয়েকবার এমনটা করেছে। সে (ব্রুক) অনেক ক্রিকেট খেলেছে, হয়তো একটু বিশ্রামের কথা ভাবছে। সম্ভবত সাদা বলের অধিনায়কও হতে চলেছে, হয়তো নিজেকে একটু বিরতি দিচ্ছে সে।'

বিগত কয়েক আসরে খেলোয়াড়দের শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়ার পরিস্থিতি বারবার এসেছে। দলগুলোর পরিকল্পনায় ব্যাঘাত ঘটেছে। এজন্য সব ফ্র‍্যাঞ্চাইজি মেগা নিলামের পূর্বে হওয়া বৈঠকে একমত হয়েছিল যে, এসব খেলোয়াড়দের নিষিদ্ধ করা উচিত।

গত আইপিএলেও এভাবে শেষ মুহূর্তে নিজের নাম তুলে নিয়েছিলেন ব্রুক। তখন ব্যক্তিগত কারণ দেখিয়েছিলেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। তবে পরে জানিয়েছিলেন, দাদীর মৃত্যুশোকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ফ্র‍্যাঞ্চাইজিদের অবস্থান বুঝতে পেরে মঈনের সঙ্গে সুর মিলিয়ে রশিদ বলেন, 'এটা অনেকদিন ধরেই চলছে, মো (মঈন) আইপিএলে অনেক বেশি সময় ধরে আছে, পাঁচ-দশ বছর ধরে অনেকেই দল পাওয়ার পর নাম প্রত্যাহার করে নিয়েছেন। এটাই থামানোর চেষ্টা করছেন তারা। শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় অনেকে, যা দলের পরিস্থিতি কঠিন করে তোলে।'

নিষেধাজ্ঞার বিষয়ে রশিদ স্পষ্ট উত্তর দেন, 'ক্রিকেটাররা জানেন যে, এটাই নিয়ম। যদি নাম লেখান এবং পরে প্রত্যাহার করে নেন, তাহলে এটিই ঘটবে। এর পরিণতি জানেন। তাই আমার মনে হয় না এটা কঠোর।'

নিলামে ডাক পাওয়া খেলোয়াড়দের সঠিক বদলি পাওয়া কঠিন কাজ। ব্রুকের জায়গায় এখনো বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি দিল্লি। আগামী আসরে নতুন নেতৃত্বে খেলবে দলটি। অক্ষর প্যাটেলের কাঁধে তুলে দেওয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। ২২ মার্চ থেকে শুরু হবে ১৮তম আইপিএল।

Comments

The Daily Star  | English
future of bangladesh after banning awami league

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

17h ago