নির্বাচন দেরি হলে উগ্র মনোভাব পোষণকারীরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত আন্তরিকভাবে চাইছি যে, অন্তর্বর্তী সরকারকে আমরা সবাই মিলে দায়িত্ব দিয়েছি, তিনি অতি অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে দিকে যাবেন।'

'কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীত অভিজ্ঞতা থেকে যে, নির্বাচন যত দেরি হবে তত বেশি আবার বাংলাদেশে পক্ষের শক্তিকে পরাজিত করবার জন্য বিরুদ্ধ শক্তি, ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথাচাড়া দিতে শুরু করে দেবে,' বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, 'শুধু তাই নয় একই সঙ্গে যারা জঙ্গি মনোভাব পোষণ করে, যারা উগ্র মনোভাব পোষণ করে তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে।'

মির্জা ফখরুল বলেন, 'আমরা একটা ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। আজকে সেখানে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। পত্রিকার পাতা খুললেই আমরা বিচলিত হয়ে পড়ি, হত্যা-খুন-জখম-ধর্ষণ এমন একটা জায়গায় চলে যাচ্ছে, এগুলো আমাদের উৎপীড়িত করছে।'

''অন্যদিকে আমরা দেখছি যে, ইয়াং জেনারেশন আমাদের ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি যে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো অর্গানাইজেশনগুলো আছে, তাদের কর্মীরা তাদের দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমে এসেছে,' যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে এসে একদিকে তারা দেশ পরিচালনা করবেন, অন্যদিকে বাকি যেসব প্রয়োজনীয় সংস্কার আছে, সেগুলো আমরা একসঙ্গে করতে পারব।'

'বিএনপির পক্ষ থেকে বলতে চাই, উই আর কমিটেড টু রিফর্মস…সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৩১ দফা দুই বছর আগে দিয়েছি, যেসব সংস্কারের কথা কেউ বলেনি। সেই সংস্কারগুলো আজকে উঠে এসেছে যার সঙ্গে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। সেজন্য আমরা মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত,' যোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা কিছুটা হলেও রক্ষা করা দরকার।'

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে এই ইফতার মাহফিল হয়।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় ইফতারপূর্ব অনুষ্ঠানে জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

 

Comments

The Daily Star  | English

Yunus meets Chinese ambassador to review China visit, outline next steps

Both sides expressed a shared commitment to transforming discussions into actionable projects across a range of sectors

5h ago