শাহীন-নাসিম-হারিসদের সেরা মানতে নারাজ মঈন

বরাবরই পেস আক্রমণে দারুণ প্রতিভাবান খেলোয়াড় থাকে পাকিস্তানে। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আক্তারদের মতো পেসাররা খেলেছেন দলটিতে। তবে সেই সময় এখন অতীত বললেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলি। পাকিস্তানের পেস আক্রমণের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এই সাবেক ইংলিশ তারকা।

সম্প্রতি ইংল্যান্ডের আরেক ক্রিকেটার আদিল রশিদের সঙ্গে এক পডকাস্টে কথা বলেন মঈন। তার দেওয়া মন্তব্যের পর ক্রিকেট মহলে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মঈন স্বীকার করেছেন যে, নাসিম শাহ, শাহীন আফ্রিদি এবং হারিস রউফরা প্রতিভাবান। তবে তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে তারা বিশ্বের সেরা পেস আক্রমণ গড়ে তুলেছেন কি না।

পডকাস্টে মঈন বলেন, 'বিশেষ করে পাকিস্তানি পটভূমির লোকজনের মধ্যে একটা ধারণা আছে যে পাকিস্তানের পেস বোলিংই সেরা। কিন্তু আমি তা মনে করি না। ওরা ভালো, তবে সেরা নয়। নাসিম শাহ, শাহীন আফ্রিদি ও হারিস রউফ নিঃসন্দেহে খুব ভালো বোলার। আমরা এটা বলছি না যে তারা খারাপ, তবে তারা বিশ্বের সেরা বোলারও নয়।'

মঈনের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ পাকিস্তানের পেস বোলিং ইউনিট কঠিন সময় পার করছে। যদিও পাকিস্তানে তাদের নিয়ে উচ্চ ধারণা রয়েছে, তবে টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সংগ্রাম করেছেন পাকিস্তানের পেসাররা। বিশেষ করে শাহীন আফ্রিদি নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে কোনো উইকেট না নিয়ে ৬৮ রান দেন এবং ভারতের বিপক্ষে ৮ ওভারে ৭৪ রান দিয়ে পান মাত্র দুটি উইকেট।

নাসিম শাহ নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৬৩ রান খরচায় দুটি উইকেট পেলেও ভারতের বিপক্ষে ৮ ওভারে ৩৭ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। অন্যদিকে, হারিস রউফ নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে ব্যয়বহুল বোলার ছিলেন, ১০ ওভারে ৮৩ রান দিয়ে দুই উইকেট নেন। ভারতের বিপক্ষে তিনি ৭ ওভারে ৫২ রান দিলেও কোনো উইকেট পাননি।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt bans activities of AL until ICT trial completion

A Public Security Division joint secretary confirmed the matter

1h ago