আশা করব প্রধান উপদেষ্টা শিগগির সংসদ নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ দেবেন: সালাহউদ্দিন আহমেদ

সালাহউদ্দিন আহমেদ
সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শুধু একটি বিষয় আমরা পরিষ্কার হতে চাই, তা হলো প্রধান উপদেষ্টা খুব শিগগির জনগণের চাহিদা অনুযায়ী সংসদ নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করবেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'বর্তমান সংস্কার কমিশনের রিপোর্ট যেগুলো এসেছে, কিছু কিছু হয়ত নতুন প্রস্তাব এসেছে, কিছু প্রস্তাবের সঙ্গে আমরা সবাই হয়ত একমত নাও হতে পারি, কিন্তু অধিকাংশ প্রস্তাবের সঙ্গে বাংলাদেশের অধিকাংশ জনগণ ঐকমত্য পোষণ করবে বলে আমরা বিশ্বাস করি।'

'যেসব প্রস্তাবের হার্ডকপি আমাদের কাছে এসেছে, সফট কপি পেয়েছি সংস্কার কমিশনের, সেই প্রস্তাবগুলোর ওপর আমরা আলোচনা করেছি, বিশ্লেষণ করছি। অতি শিগগির আমরা আমাদের রিপোর্টগুলো জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দেবো। তারপর আলোচনা হবে এসব বিষয়ে,' বলেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, 'আমাদের একটি বিষয়, সংস্কার প্রস্তাব, সংস্কার প্রস্তাবের ওপর ঐকমত্য পোষণ করা এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাব গ্রহণ করা, সেগুলো বাস্তবায়ন করা দীর্ঘ সময়ের ব্যাপার। এটা স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদি, মধ্যমেয়াদি সংস্কার বাস্তবায়নের বিষয়।'

তিনি বলেন, 'আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইলেকশন কমিশনের রেসপনসিবিলিটি, তারাও কাজ প্রায় গুছিয়ে আনছেন। তাদের বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বরকে সামনে রেখে কাজ এগিয়ে যাচ্ছেন।'

'এখন কিছু কিছু বিষয়ে বিতর্ক হচ্ছে যে, কোন নির্বাচন আগে, কোন নির্বাচন হওয়া উচিত। এ ব্যাপারে আমাদের প্রস্তাবনা ও মতামত সরকারের কাছে , প্রধান উপদেষ্টার কাছে ও জনগণের কাছে উত্থাপিত করেছি,' বলেন সালাহউদ্দিন।

তিনি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল দেশকে স্বৈরাচার মুক্ত করার পর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা। সংস্কার আলোচনা চলতে থাকবে, কিন্তু আমাদের সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে, সেজন্য আমরা রোডম্যাপ চাই। সেই রোডম্যাপের প্রত্যাশা আমরা করছি, বাংলাদেশের জনগণ করছে।'

'এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে আমাদের সকল আর্জি ও আলোচনা করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। শুধু একটি বিষয় আমরা পরিষ্কার হতে চাই, তা হলো প্রধান উপদেষ্টা খুব শিগগির জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করবেন,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Consensus commission: Talks stall over women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

2h ago