এই মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে: সালাহউদ্দিন আহমেদ

সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, চলতি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে নির্ধারণ করবে কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগোবে।

আজ শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'পরিস্কার শুনে রাখুন মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অতি শিগগির জাতীয় সংসদের নির্বাচনী রোডম্যাপ প্রদান করতে হবে।'

'যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগুবো,' বলেন তিনি।

এসময় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির 'সেকেন্ড রিপাবলিক' এবং 'গণপরিষদ নির্বাচন' নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, 'আমি পত্রিকায় দেখলাম, জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন- এটা তাদের অন্যতম লক্ষ্য বলেছে। আমি সমালোচনা করতে চাই না। প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা, আদর্শ থাকবে, গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এরকম ঘোষণা থাকে। কেউ সমাজতন্ত্র চায়, কেউ অন্য কিছু চায়, কেউ হয়ত ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়… এরকম অনেক কিছু থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে।'

'আমি নতুন বন্ধুদের বলতে চাই, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? রিপাবলিকের রিটারাল মানে কী? রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটা নমিন্যাল অথবা ইলেক্টেড হেড দ্য স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই?'

সালাহ উদ্দিন আহমেদ বলেন, 'যারা গণপরিষদের বিষয় সামনে আনছে যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে হয় তারা বোঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে।'

এসময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, 'যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে আমি সব সময় শুনি মাঠে-ঘাটে … 'বিফোর দ্য পার্লামেন্ট ইলেকশন' তাদের একটি মতলব আছে। কারণ ৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থান কি মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল? দেশের পৌরসভা, উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি ৫ আগস্ট হয়েছিল? তাহলে তারা কেন শুধু মেম্বার-চেয়ারম্যান ইলেকশনের জন্য এই দাবি তুলেছে।'

তিনি বলেন, 'একটা বিষয় আছে, সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায় ততই বোধহয় তাদের লাভ… কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারো কারো মনোবাসনা পূর্ণ হবে।'

বিএনপি নেতা বলেন, নতুন সংবিধানের জন্য আপনারা (এনসিপি) কথা বলছেন, নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারা দিয়েছেন সংস্কার কমিশনে, আমরাও দিয়েছি।

তিনি বলেন, 'সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন ঠিক আছে। কিন্তু গণপরিষদ কেন বললেন বুঝলাম না।'

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুনভাবে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি? রাষ্ট্র তো স্বাধীন আছে। আমরা একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র।'

'আমাদের যেভাবেই হোক একটা সংবিধান আছে যে সংবিধানটাকে এখনো পুরোপুরি ওউন করি না বলে ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। যে সংবিধানকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে নিজেদের পক্ষে সাজিয়েছিলেন সেজন্য সেটার সংস্কার দরকার,' বলেন তিনি।

অন্তবর্তীকালীন সরকারের গঠিত সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, 'আপনারা বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশন আপনার (প্রধান উপদেষ্টা) নেতৃত্বে হয়েছে… আমরা যাব, একবার গিয়েছি। সেটা চলতে থাকবে। এই কাজ তো বন্ধ হবে না।'

'সেই সংস্কারের সাথে আপনাদের সংস্কার কমিশনের প্রস্তাবের বেশি অমিল নাই। কিন্তু যে সমস্ত বিষয় অমিল আছে সেগুলো নিয়ে কথা বলব। কিন্তু তাতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে সেটা তো মনে হয় না। যদি আপনারা কাউকে সময় দিতে চান, কাউকে অর্গানাইজ হতে দিতে চান বা অন্য কোনো উদ্দেশ্য থাকে সেটা অন্য কথা।'

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে আর যাতে কোনো বিলম্ব না হয় সেজন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি এটাই আমাদের আহ্বান। যে কোনো মূল্যে রাজপথে গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে।'

তিনি বলেন, 'ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে যদি কোনো রকমের ফাটল সৃষ্টি হয় তাহলে লাভবান হবে পতিত ফ্যাসিবাদ ও তার দোসররা।'

'এটাকে আমরা মাথা রেখে যারা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে লিপ্ত ছিলাম সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তি। আমরা যেন এই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যটাকে তুলে ধরে আমাদের সব কর্মকান্ড পরিচালনা করি এই আহ্বান জানাই।'

Comments

The Daily Star  | English

Finance adviser sees no impact on tax collection from NBR dissolution

His remarks came a day after the interim government issued an ordinance abolishing the NBR and creating two separate divisions under the finance ministry

3h ago