পল্লবী থানায় ঢুকে হামলায় ওসিসহ আহত ৩

রাজধানীর পল্লবী থানায় ঢুকে এক ব্যক্তির হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
এ ঘটনায় ওই ব্যক্তিসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত কর্মকর্তারা হলেন ওসি নজরুল ইসলাম, সাব ইন্সপেক্টর শরিফুল ইসলাম এবং সহকারী উপপরিদর্শক (সশস্ত্র) মো. নাসির।
ওসি নজরুল ইসলাম জানান, আজ ভোররাত ২টার কিছু সময় আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক ব্যক্তি থানায় আসেন এবং দাবি করেন যে এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ যখন তাকে জানায় যে এই ধরনের কোনো ঘটনার খবর তাদের কাছে নেই, তখন রাজ্জাক পুলিশের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ আনেন এবং বলেন আপনার ডিউটি অফিসার জানেন।
এরপর, ওসি ওই ব্যক্তিকে ডিউটি অফিসারের কক্ষে নিয়ে যান, যেখানে অন্যান্যরাও জানান এই ধরনের কোনো ঘটনা তাদের জানা নেই।
পরিচয় জানাতে বললে রাজ্জাক প্রথমে রাজি হননি।
ওসি যখন তাকে বের করে আনার চেষ্টা করছিলেন, তখন আব্দুর রাজ্জাক হঠাৎ তাকে ঘুষি দিয়ে মারধর করেন। এএসআই নাসির এগিয়ে এলে তার আঙুল ভেঙে দেন। হামলাকারী সাব ইন্সপেক্টর শরিফুলের কপালেও ঘুষি মারেন। পরে রাজ্জাককে আটক করা হয়।
আটকের পর রাজ্জাক জানান, বাইরে আরও তিনজন গাড়িতে রয়েছেন।
পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে, তারা দাবি করেন যে তারা গাজীপুর থেকে এসেছেন এবং ঘুরতে বেরিয়েছিলেন।
হামলার পর আহত কর্মকর্তারা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য যান।
এই বিষয়ে একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
Comments